Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইরানের সামগ্রী  কিনছে নাসা!


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ এএম

ইরানের সামগ্রী  কিনছে নাসা!

 

 

 

তেহরান, ১৫ জুলাই: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমআইটি বিশ্ববিদ্যালয় ইরানে উৎপাদিত মাইক্রোইলেকট্রনিক্স সামগ্রী কিনছে বলে জানিয়েছেন ইরানের ন্যাশনাল মাইক্রোইলেকট্রনিক্স প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট নিমা আর্জমান্দি মাইক্রোইলেকট্রনিক প্রযুক্তি নিয়ে এক বৈঠকে তথ্য জানান তিনি ইরানের বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রফতানি হচ্ছে জানিয়ে আর্জমান্দি বলেন, ইরানের কোনও কোনও প্রতিষ্ঠান নাসা এমআইটি কাছে তাদের মাইক্রোইলেকট্রনিক সরঞ্জাম সফটওয়্যার বিক্রি করতে সক্ষম হয়েছে আরও জানান, বিশ্বব্যাপী ইরানের এসব কোম্পানির ১৫টি দফতর রয়েছে এবং তারা এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ সামগ্রী রফতানি করতে পেরেছে আর্জমান্দি জানান, ইরানের মাইক্রোচিপসের বাজারের ওপর কারও একচেটিয়া আধিপত্য নেই ইরানের ন্যাশনাল মাইক্রোইলেক্ট্রনিক্স প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট পিশরাননামের ন্যাশনাল চিপ ডিজাইন সেন্টার চালুর কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘এই কেন্দ্রটি মাইক্রোচিপ ডিজাইনে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছে এবং এটি একটি জাতীয় প্রতিষ্ঠান যা ইরানের প্রত্যেকে ব্যবহার করতে পারেএটি কোনও বিশেষ অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া অধিকারভুক্ত নয় বলেও তিনি জানান