Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইসলামিক ব্যাঙ্কিংয়ে ব্যাপক অগ্রগতি ওমানের, ১৩.২ শতাংশ সম্পদ বৃদ্ধি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৪ এএম

ইসলামিক ব্যাঙ্কিংয়ে  ব্যাপক অগ্রগতি ওমানের,  ১৩.২ শতাংশ সম্পদ বৃদ্ধি

মাস্কট, ১৫ জুলাই: ওমানে ইসলামিক ব্যাঙ্কিং খাতের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে ওমানে ইসলামিক ব্যাঙ্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলারে যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.২ শতাংশ বেশি। সরকারি তথ্যানুযায়ী, ওমানের মোট ব্যাঙ্কিং খাতের মূলধনের ১৭.৭ শতাংশই এখন ইসলামিক ব্যাঙ্কগুলির দখলে। শুধু সম্পদ নয়, ঋণ বিতরণেও এগিয়ে রয়েছে শরিয়াহভিত্তিক এইসব ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত তাদের ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। এই সময়ের মধ্যে ইসলামিক ব্যাঙ্কগুলি মোট ৬.৩ বিলিয়ন রিয়াল ঋণ বিতরণ করেছে। এদিকে আমানত সংগ্রহেও তারা পিছিয়ে নেই। এপ্রিল মাস পর্যন্ত ইসলামিক ব্যাঙ্কগুলিতে আমানত জমা পড়েছে ৫.৮ বিলিয়ন রিয়াল। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি। উল্লেখ্য, এপ্রিল মাস পর্যন্ত ওমানের সামগ্রিক অর্থ সরবরাহ বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। এই সময়ের মধ্যে সংকুচিত অর্থ সরবরাহ বেড়েছে ৭ শতাংশ এবং আধা-অর্থ সরবরাহ বৃদ্ধি পেয়েছে ১৩.৯ শতাংশ। তবে জনসাধারণের হাতে নগদ অর্থের পরিমাণ ৭ শতাংশ কমেছে এবং চাহিদা-ভিত্তিক আমানত বেড়েছে ১১.২ শতাংশ।