Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

২,১০০ সালে জনসংখ্যা  হবে ১ হাজার ২০ কোটি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

২,১০০ সালে জনসংখ্যা  হবে ১ হাজার ২০ কোটি

জেনেভা, ১৫ জুলাই: বিশ্বব্যাপী বাড়ছে জনসংখ্যা। বর্তমানে সারা বিশ্বে ৮২০ কোটি মানুষ বসবাস করলেও কয়েক দশকেই পালটে যেতে পারে দৃশ্যপট। আগামী ৬০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার চূড়ায় পৌঁছাবে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস-২০২৪ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৮০-এর দশকের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা হবে ১ হাজার ৩০ কোটি। তবে এরপরই এ সংখ্যা উলে_খযোগ্য হারে কমতে থাকবে বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ। শতাব্দী শেষে জনসংখ্যা কমে দাঁড়াবে এক হাজার ২০ কোটিতে। ২১০০ সাল পর্যন্ত এ স্তর বিদ্যমান থাকবে। নতুন প্রতিবেদন সম্পর্কে রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া বলেছেন, ‘জনসংখ্যার বিন্যাসে বড় ধরনের পরিবর্তন ঘটছে। আগে উচ্চ জন্মহারের পূর্বাভাস দেওয়া হয়েছিল এমন কিছু দেশে জন্মহার তার চেয়ে কম দেখা যাচ্ছে।’ বিশ্বব্যাপী নারীরা নব্বইয়ের দশকের তুলনায় এখন গড়ে একটি সন্তান কম জন্ম দিচ্ছেন বলে জানানো হয় প্রতিবেদনে। আরও বলা হয়, অর্ধেকেরও বেশি দেশে নারীদের জীবিত সন্তান জন্মদানের হার ২ দশমিক ১ শতাংশের নিচে নেমেছে। অন্যদিকে চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেনসহ এক-পঞ্চমাংশ দেশে নারীপ্রতি জীবিত সন্তান জন্মর হার ১ দশমিক ৪ শতাংশ। যাকে রাষ্ট্রসংঘ বলছে, ‘অতিনিম্ন জন্মহার’।