Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ছত্তিশগড় পিএসসি কেলেঙ্কারি মামলায় দায়ভার নিল সিবিআই


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৫ পিএম

ছত্তিশগড়  পিএসসি কেলেঙ্কারি মামলায় দায়ভার নিল সিবিআই

 


পুবের কলম,ওয়েবডেস্ক: এবার ছত্তিশগড় পিএসসি কেলেঙ্কারি মামলার দায়ভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযোগ, রাজ্যের তৎকালীন পিএসসি চেয়ারম্যান অবৈধভাবে একাধিক সরকারি পদে পরিবারের সদস্যদের নিয়োগ দিয়েছিলেন। এছাড়া একাধিক প্রভাবশালী নেতাদের  সুপারিশে অযোগ্য প্রার্থীদের নানান পদে নিযুক্ত করেছিলেন। সোমবার তৎকালীন  পিএসসি চেয়ারপার্সন তমন সিং সোনওয়ানি, সচিব জে কে ধ্রুব এবং অন্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে এবং তাদের অযোগ্য ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন এবং পরিচিতদের অবৈধভাবে জেলা কালেক্টর, ডেপুটি এসপি পদে নিয়োগ করার জন্য এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এদিন তমন সিং সোনওয়ানি, সেক্রেটারি ধ্রুব এবং এই কাণ্ডে জড়িত অনেকের  বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সিবিআইয়ের অভিযোগ,  সোনাওয়ানির ছেলে নীতেশকে ডেপুটি কালেক্টর  , তার বড় ভাইয়ের ছেলে সাহিলকে ডেপুটি এসপি, তার বোনের মেয়ে সুনিতা যোশিকে শ্রম অফিসার, এবং তার ছেলের স্ত্রী নিশা কোসলেকে ডেপুটি কালেক্টর, তার ভাইয়ের পুত্রবধূকে জেলা আবগারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। শুধু তাই নয়,  ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশনের তৎকালীন সচিব (ধ্রুব) তার ছেলে সুমিত’কে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত করেছিলেন। এইভাবে মোট ১৭১ জনকে নানান সরকারি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ বহু মেধাবী শিক্ষার্থী এই অবৈধ নিয়োগের জেরে চাকরি পায়নি। তাদের জায়গায় অযোগ্য প্রার্থীরা নিয়োগ পেয়েছে।