Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দেশের নয়া বিদেশ সচিব হলেন চিন বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৮ পিএম

দেশের নয়া বিদেশ সচিব হলেন চিন বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি

 

নয়াদিল্লি, ১৫ জুলাই: ভারতের নতুন বিদেশ সচিব হলেন কূটনীতি বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঘনিষ্ঠ তিনি। এর আগে বেইজিং-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে কার্যভার সামলাচ্ছিলেন বিক্রম মিশ্রি। বিক্রম চিন বিশেষজ্ঞ বলেই জনপ্রিয়। 

এতদিন দেশের বিদেশ সচিবের দায়িত্বে ছিলেন বিনয় কোয়াত্রা। সপ্তাহান্তে তাঁর মেয়াদ শেষ করেন তিনি। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন বিক্রম মিশ্রি। সোমবার বিদেশ সচিবের দায়িত্বভার গ্রহণ করলেন বিক্রম। 

বিক্রম মিশ্রি ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের একজন আধিকারিক। তিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি পদে কাজ করছিলেন। গালওয়ানে সংঘর্ষ চলার সময়  ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত বেজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। দুই দেশের মধ্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশংসনীয় ভূমিকা নিয়েছিলেন তিনি। দেশের তিনজন প্রধানমন্ত্রীর সচিব পদে কাজ করার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে বিনয় মিশ্রির ঝুলিতে।  ১৯৯৭ থেকে ১৯৮৮ সালে আইকে গুজরালের ব্যক্তিগত সচিব ছিলেন বিক্রম। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিবের দায়িত্ব সামলান। ২০১৪ সালের মে থেকে জুলাই পর্যন্ত অল্প সময়ের জন্য মোদির ব্যক্তিগত সচিবে দায়িত্বে ছিলেন।