Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিবাহের শুভ মূহূর্তে চক্ষুদানের অঙ্গীকারপত্রে সই নব দম্পত্তির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৭ এএম

বিবাহের শুভ মূহূর্তে চক্ষুদানের অঙ্গীকারপত্রে সই  নব দম্পত্তির

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বিবাহের শুভ মূহূর্তে চক্ষুদানের অঙ্গীকার পত্র সই করলেন নববিবাহিত স্বামী স্ত্রী। আর এই ঘটনার সাক্ষী থাকলো বিবাহে আসা অতিথি গণ। আর তাদের এই কাজে উৎসাহ দিতে আরও বেশ কয়েক জন মানুষ এগিয়ে এই অঙ্গীকার পত্রে সই করলেন। রবিবার রাতে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সহযোগিতায় সমাজকর্মী সুদীপ্ত ও সঙ্ঘমিত্রার বিবাহ উপলক্ষে চক্ষু দান করতে প্রতিশ্রুতিবদ্ধ হল  হলদিয়ার বহু মানুষ। সাধারণ বিবাহ অনুষ্ঠান থেকে এই বিবাহ অনুষ্ঠান এক পৃথক দৃষ্টান্ত স্থাপন করলো।বিবাহ বন্ধনে আবদ্ধ নতুন দম্পতি সুদীপ্ত ও সংঙ্ঘমিত্রা বিবাহের আনন্দের মাঝে ভুলে যায়নি তাদের সামাজিক দায়বদ্ধতা। সুদীপ্ত ও সঙ্ঘমিত্রা গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সাথে বিবাহের আগে যোগাযোগ করে আবেদন জানায় বিবাহের দিন মরণোত্তর চক্ষু দান কর্মসূচি গ্রহণ করার।

সেই মহৎ আবেদনে শরিক হয় গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি।এই কাজে সাড়া দিয়ে বিবাহে আমন্ত্রিত অনেকেই এগিয়ে এসে স্ব-ইচ্ছায় চক্ষু দানের ফর্ম পূরণ করে অঙ্গীকার বদ্ধ হন চক্ষু দানের।মানুষের মৃত্যুর পর শেষ কৃত্যের সাথে সাথে হারিয়ে যায় মানুষের সমস্ত অস্তিত্ব। কিন্তু অঙ্গ দান ও চক্ষু দানের মধ্যে দিয়ে বহু মানুষের প্রাণ রক্ষার মতন মহৎ কাজ সম্পন্ন হতে পারে মৃত মানুষের মৃতদেহ থেকেও।

তার জন্য জরুরি অঙ্গ দান ও চক্ষু দানের মতন মহৎ উদ্যোগ।আর এই উদ্যোগ সুদীপ্ত ও সঙ্ঘমিত্রা দের বিবাহের অনুষ্ঠান তাঁর সাক্ষী থাকলো।

গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির দক্ষিন ২৪ পরগনা জেলা কমিটির সহ সম্পাদক মিঠুন মন্ডল এই মহৎ উদ্যোগের জন্য সুদীপ্ত ও সংঙ্ঘমিত্রাকে শুভেচ্ছা জানিয়ে একটি গাছ ও কিছু গ্রন্থ ওদের হাতে তুলে দেন।আর এই ধরনের কাজ আরও বেশি করে হোক সেটাই চায় তাঁরা। আর এরকম মূহূর্তে সাক্ষী থাকতে পেরে খুশি হলদিয়ার মানুষ ।