Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ পিএম

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যা গরিষ্ঠতা হারাল বিজেপি শনিবার মেয়াদ শেষ হয় রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মানসিং এবং মহেশ জেঠমালানি এই চার সদস্যের অবসরের ফলে রাজ্যসভায় বিজেপির সংখ্যা হয় ৮৬ জোট শরিকদের সংখ্যা মিলিয়ে এনডিএ জোটের মোট সদস্য সংখ্যা ১০১ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫৷ বর্তমানে অবশ্য রাজ্যসভায় ২২৫ জন সাংসদ রয়েছেন৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ জন সাংসদের সমর্থন৷ অর্থাৎ, এনডিএ-র হাতে এখন সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১২ জন সাংসদ কম রয়েছেন রাজ্যসভায়৷

উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়া এই চার সাংসদ শাসকদলের পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন পরবর্তী সময়ে রাজ্যসভায় বিভিন্ন ইস্যুতে এনডিএ সরকারকেই সমর্থন জানিয়েছেন তাঁরা

অন্যদিকে বর্তমানে রাজ্যসভায় বিরোধী জোট ইণ্ডিয়ার সদস্য সংখ্যা ৮৭ এর মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে ২৬, তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে ১৩ জন সাংসদ৷ পাশাপাশি ডিএমকে, আপ-এর হাতে রয়েছে দশ জন করে সাংসদ পাশাপাশি বিআরএস-এর মতো কিছু দল রয়েছে যারা বিজেপি অথবা কংগ্রেস, কোনও দলের সঙ্গেই নেই এছাড়াও কয়েকজন নির্দল সাংসদও রয়েছেন

বর্তমান সমীকরণের ফলে রাজ্যসভায় কোনও বিল পাস করানোর জন্য বিজেপির অন্তত ১৩টি ভোট প্রয়োজন এর জন্য বিজেপির প্রধান ভরসা হতে পারে জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং এআইডিএমকে ওয়াইএসআর কংগ্রেসের হাতে রয়েছেন ১১ জন সাংসদ এবং এআইডিএমকে-র হাতে রয়েছে চারজন সাংসদ অতীতে এই দুই দলই বিজেপির জোটসঙ্গী থাকলেও গত ডিসেম্বর মাসেই লোকসভা নির্বাচনের আগে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে তারা

জগন রেড্ডি অবশ্য এর আগে বিজেপিকে বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে অতীতে ওয়াইএসআর কংগ্রেসের মতোই বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে নবীন পট্টনায়েকের বিজু জনতা দল বা বিজেডি৷ কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের ওড়িশায় ক্ষমতাচ্যুত করার পর এনডিএ-কে তারা আর সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন নবীন পট্টনায়েক

এরপরেও সংখ্যাগরিষ্ঠতা পেতে সমস্যা হলে মনোনীত সদস্যদের সমর্থন চাইতে পারে বিজেপি সাধারণত এই মনোনীত সদস্যরা শাসকদলকেই সমর্থন করে থাকেন৷ এই মুহূর্তে রাজ্যসভায় ২০টি আসন ফাঁকা রয়েছে তার মধ্যে ১১ জন সাংসদ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন এর মধ্যে দুটি করে আসন ফাঁকা রয়েছে মহারাষ্ট্র, অসম এবং বিহারে একটি করে আসন ফাঁকা রয়েছে হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং ত্রিপুরায় অসম, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা থেকে সাতটি আসনে নিশ্চিত জয় পাওয়ার মতো বিধায়ক সংখ্যা রয়েছে বিজেপির হাতে  সঙ্গী দলগুলির বিধায়কদের পুরো সমর্থন পেলে মহারাষ্ট্র থেকেও দুটি আসনই জিততে পারে বিজেপি

বিজেপি যদি এই ৯টি আসনেই জেতে এবং ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পায়, সেক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো সংখ্যা পেয়ে যাবে এ ছা়ড়াও জম্মু কাশ্মীর থেকে রাজ্যসভার চারটি আসন ফাঁকা রয়েছে জম্মু কাশ্মীরেও কয়েক মাসের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে তেলঙ্গানা থেকে রাজ্যসভার আসনটি সম্ভবত কংগ্রেসই জিতে নেবে সেক্ষেত্রে রাজ্যসভাতেও বিরোধী দলনেতার পদটির জন্য দাবি জানানোর মতো সংখ্যা চলে আসবে কংগ্রেসের হাতে