Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'দিল্লির মুখ্যমন্ত্রী ঘুমের মধ্যেই কোমায় চলে যেতে পারেন', কেজরির শারীরিক অবনতিতে মৃত্যুর আশঙ্কায় আপ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৪ পিএম

'দিল্লির মুখ্যমন্ত্রী ঘুমের মধ্যেই কোমায় চলে যেতে পারেন', কেজরির শারীরিক অবনতিতে মৃত্যুর আশঙ্কায় আপ

 

 

নয়াদিল্লি, ১৫ জুলাই: এপ্রিলে ৬৫ কেজি, তারপর মে মাসে এক কেজি কমে ৬৪ কেজি, জুনের প্রথম দিকে ৬৩ কেজি, ওই মাসের শেষের দিকে ৬২.৫, জুলাইতে জেলবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওজন এসে ঠেকেছে ৬১.৫ কেজিতে। এমনই রিপোর্ট তিহার জেল সূত্রে। তবে জেল কর্তৃপক্ষের দাবি, ২ জুন থেকে ১৪ জুলাইয়ের মধ্যে মাত্র ২ কেজি ওজন কমেছে কেজরিওয়ালের। এদিকে কেজরির শরীরের অবস্থা নিয়ে উদ্বিগ্ন আপ। 

তিহার কর্তৃপক্ষের দাবি, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কেজরিওয়াল। মনিটারিং চলছে। এদিকে আপের উদ্বেগ, ঘুমের মধ্যেই একদিন কোমায় যেতে পারেন কেজরিওয়াল। আপের দাবি জেলে থাকাকালীন কেজরির শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ওজন ৮.৫ কেজিতে নেমে এসেছে।

আপের রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিং সোমবার তিহাড় জেলের রিপোর্টের কড়া নিন্দা করে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর দিন দিন ওজন কমে যাচ্ছে। শরীর দুর্বল। কিন্তু জেল কর্তৃপক্ষ কিভাবে বলছে, কেজরিওয়ালের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে? রক্তে শর্করার মাত্রাও ৫০ মিলিগ্রামের নীচে নেমে এসেছে। কারা কর্তৃপক্ষ এইভাবে  মেডিকেল রিপোর্ট প্রকাশ করে অপরাধ করেছে, তাদের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছি না।

আপ সাংসদ সঞ্জয় সিং বলেন,  এইএমসের-এর চিকিৎসকদের একটি দল অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছিলেন, কেজরিওয়ালের দ্রুত ওজন কমছে এবং হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছেন তিনি। তার রক্তে শর্করার পরিমাণ কমেছে ৫০ মিলিগ্রাম/ডিএল। এই নিয়ে পাঁচবার রক্তে শর্করার পরিমাণ কমল। এই ভাবে কমতে থাকলে দিল্লির মুখ্যমন্ত্রী ঘুমের মধ্যেই কোমায় চলে যেতে পারেন, মৃত্যুও পর্যন্ত হতে পারে তাঁর। সঞ্জয় বলেন, যেদিন তিনি গ্রেফতার হন তাঁর ওজন ছিল ৭০ কেজি। কিন্তু সেই ওজন এখন নেমে দাঁড়িয়েছে ৬১.৫ কেজিতে। সঞ্জয় তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর মোদির কাছে আবেদন জানাচ্ছি কেজরিওয়ালের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন আপনারা। কারণ কোনও অপ্রীতিকর কাণ্ড ঘটে গেলে সমস্ত উত্তর দিতে কেন্দ্রকে।

তবে কেজরিওয়ালের শারীরিক অবনতি নিয়ে আগেও আপের দাবিকে অস্বীকার করেছে তিহার কর্তৃপক্ষ। সেন্ট্রাল জেল নং ২-এর সুপারিনটেনডেন্টের কার্যালয় অনুসারে, কেজরিওয়াল আদালতের নির্দেশ অনুসারে বাড়ির রান্না করা খাবার সহ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। জেল কর্তৃপক্ষের দাবি কেজরির সামান্য ওজন কমলেও তিনি স্বাভাবিক আছেন। কেজরির স্বাস্থ্য রিপোর্ট নিয়ে আপ নেতা-মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি জেল কর্তৃপক্ষের।