Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বাজার পরিদর্শনে বিডিও সহ কৃষি ও খাদ্য দফতর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৭ পিএম

বাজার পরিদর্শনে বিডিও সহ কৃষি ও খাদ্য দফতর

 

নিজস্ব প্রতিবেদক, বারাসাত: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ শাক-সবজির দাম ছিল আকাশছোঁয়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে নিয়মিত চলছে অভিযান। এই নিয়ে টাস্ক ফোর্সকে কড়া হাতে বিষয়টি দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পাওয়ার পর বিভিন্ন বাজারে চলছে অভিযান।

সেইমতো সোমবার বারাসতের বাদু বাজার পরিদর্শন করলেন বিডিও সহ কৃষি ও খাদ্য দফতরের আধিকারিকরা। সোমবার সকালে বাদু বাজার পরিদর্শন ও সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক কর্তারা।

বাজার পরিদর্শনে ছিলেন বারাসত দুই ব্লকের বিডিও শেখর সাই, এডিএ, এগ্রি মার্কেটিং অফিসার, ফুড ইন্সপেক্টর, এনফোর্সমেন্ট অফিসার সহ অন্যান্যরা। এ ব্যাপারে বারাসত ২ ব্লক বিডিও শেখর সাই বলেন, অভিযান চালানো হচ্ছে। নিয়মিত পরিদর্শন এর ফলে বাজারমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীদিনেও এই অভিযান চলবে।