Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

চিকিৎসা করাতে এসে বিভ্রাট, কেরলের সরকারি হাসপাতালে দুদিন লিফটে আটকে প্রৌঢ়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

চিকিৎসা করাতে এসে বিভ্রাট, কেরলের সরকারি হাসপাতালে দুদিন লিফটে আটকে প্রৌঢ়

 

তিরুবনন্তপুরম, ১৫ জুলাই: চিকিৎসা করাতে এসে বিভ্রাট। এক ব্যক্তিকে সরকারি হাসপাতালের লিফটে আটকে থাকতে হল দুদিন। কেরলের একটি হাসপাতালের ঘটনা। ওই ব্যক্তির অভিযোগ তিনি একতলায় যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিন্তু একতলায় লিফটি থামলেও সেটি খোলেনি। ৫৯ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালের ওই লিফটিটিতে টানা দুদিন, ৪৮ ঘণ্টা আটকে থাকতে হয়। সোমবার সকালে হাসপাতালের এক কর্মীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। রবীন্দ্রন নায়ার আল্লুরের বাসিন্দা। তিনি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপি ব্লকে মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন। তার পরেই এই বিভ্রাটের শিকার হন তিনি। শনিবার থেকে লিফটে আটকে ছিলেন রবীন্দ্রন । 

পুলিশ জানিয়েছে, ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য ওই ব্যক্তি লিফটে ওঠেন। ফার্স্ট ফ্লোরে গিয়ে লিফটটি আটকে যায়। তিনি চিৎকার করতে থাকলেও কেউ সাহায্যের জন্য আসেনি। তার ফোনটিও সুইচ অফ হয়ে যায়।  সোমবার সকালে লিফট অপারেটর যখন রুটিন ডিউটি করছিলেন তখন তিনি দেখেন এক ব্যক্তি দীর্ঘক্ষণ লিফটে আটকে আছেন। এদিকে বাড়ি থেকে  রবীন্দ্রন নায়ারের কোনও খোঁজ না পেয়ে তার পরিবারের লোক রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের করে।