Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাল রাষ্ট্রসংঘ, দ্রুত সুস্থতা কামনা গুতেরেসের


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৫ এএম

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাল রাষ্ট্রসংঘ, দ্রুত সুস্থতা কামনা গুতেরেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাল রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, মহাসচিব দ্ব্যর্থহীনভাবে এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছেন। সেই সঙ্গে তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, হত্যার উদ্দেশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (FBI)। এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, 'আজ (শনিবার) সন্ধ্যায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‘হত্যা প্রচেষ্টা’ বলছি। ওই স্থানটি ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনো নিরাপদ নয়।' এফবিআই এজেন্ট আরও বলেন, যে ব্যক্তি এই হামলা চালিয়েছে তাকে শনাক্ত এবং হামলার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ জন্য তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধানী এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তথ্য প্রমাণের টিম মোতায়েন করা হয়েছে।