Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

২২ জুলাই বিধানসভার বাদল অধিবেশন, নয়া চার বিধায়কদের শপথগ্রহণের সম্ভাবনা


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৯ এএম

২২ জুলাই বিধানসভার বাদল অধিবেশন, নয়া চার বিধায়কদের শপথগ্রহণের সম্ভাবনা

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ২২ জুলাই বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে। শনিবারই তৃণমূল পরিষদীয় দলের নেত্রী মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে অধিবেশন বসানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটিতেই জয় পেয়েছে তৃণমূল। নবনির্বাচিত বিধায়কের শপথে যাতে কোনও নিয়ে জটিলতার তৈরি হয়, তার জন‌্য সবরকম প্রস্তুতি রাখছে বিধানসভা। আগামী সপ্তাহেই তাঁদের শপথ পড়ানোর প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়ে রাজ‌্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর। অধ‌্যক্ষ বলেন, "পরিষদীয় দপ্তরের চিঠির পর রাজ‌্যপাল কী জানান, তার উপরই নির্ভর করছে এই চারজনের শপথ। তবে বিধানসভার অধিবেশন শুরু হলে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ করানোই যায়।"