Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি: দ্রুত আরোগ্য কামনায় মোদি-রাহুল


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি: দ্রুত আরোগ্য কামনায় মোদি-রাহুল

নয়াদিল্লি, ১৪ জুলাই: পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই বলে মন্তব্য করলেন তিনি। রবিবার এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, "আমার বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।"

এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের কাজের কঠোরতম নিন্দা জানাতে হবে। তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।"

প্রসঙ্গত, হত্যার উদ্দেশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (FBI)। এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, 'আজ (শনিবার) সন্ধ্যায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‘হত্যা প্রচেষ্টা’ বলছি। ওই স্থানটি ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনো নিরাপদ নয়।' এফবিআই এজেন্ট আরও বলেন, যে ব্যক্তি এই হামলা চালিয়েছে তাকে শনাক্ত এবং হামলার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ জন্য তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধানী এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তথ্য প্রমাণের টিম মোতায়েন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী  সমাবেশে হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। হামলার এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ও সমাবেশে উপস্থিত একজন ট্রাম্প সমর্থক নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এফবিআই এজেন্টের বক্তব্য, 'হামলাকারীকে শনাক্ত করার খুব কাছাকাছি তারা। ঘটনাস্থলে বোমা-ক্লিয়ারিং সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে কড়া সতর্কতামূলক ব্যবস্থা।'