Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইলের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয়, ৯ মাসে বন্ধ ৪০ হাজার ইসরাইলি কোম্পানি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ এএম

ইসরাইলের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয়, ৯ মাসে বন্ধ ৪০ হাজার ইসরাইলি কোম্পানি

তেল আবিব, ১৩ জুলাই: ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরাইলের অর্থনীতিতে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। দেশটির বিভিন্ন খাতের ইতিমধ্যেই ৪০ হাজারেরও বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৬০ হাজারে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইলি ব্যবসায়িক তথ্য সংস্থা কোফেসবিডিআইয়ের প্রধান নির্বাহী ইয়োয়েল আমির এই তথ্য জানিয়েছেন। ইয়োয়েল আমির বলেন, ‘বন্ধ হওয়া কোম্পানির এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থনীতির প্রায় সব খাতেই এর প্রভাব পড়েছে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া খাতগুলোর মধ্যে রয়েছে নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্প যেমন সিরামিক, এয়ার কন্ডিশনার, অ্যালুমিনিয়াম, বিল্ডিং উপকরণ, ফ্যাশন, আসবাবপত্র, গৃহস্থালির যন্ত্রপাতি, ক্যাফে, বিনোদন, বিনোদন পরিষেবা এবং পরিবহন। গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে ইসরাইলে বিদেশি পর্যটক আসাও প্রায় শূন্যের কোটায় নেমেছে। আমির বলেন, যুদ্ধ সংশ্লিষ্ট খাতগুলোতো স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে পড়েছে, কিন্তু যুদ্ধের জেরে ব্যবসায়িক যে ক্ষতি হয়েছে, তা দেশের কোনও খাতকেই রেহাই দেয়নি। ইসরাইলি অর্থনীতির এই ক্ষতি বেশ বড় উল্লেখ করে তিনি বলেন, যখন ঋণ পরিশোদের ক্ষমতা হারিয়ে কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়, তখন এর গ্রাহক, সরবরাহকারীসহ অনান্য পক্ষগুলোও ক্ষতির মুখে পড়ে।