Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি, বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত ১৭ লক্ষ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৬ পিএম

গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি, বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত ১৭ লক্ষ

গাজা, ১৩ জুলাই: গাজায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ। অবরুদ্ধ উপত্যকার মিডিয়া অফিস বলছে, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। প্রায় ১০ মাস ধরে চলা এই সংঘাতে গাজার এমন কোনও স্থান বাকি নেই যেখানে ইসরাইলি বাহিনী হামলা চালায়নি। গাজার প্রায় সর্বত্রই ইসরাইল হামলা চালিয়ে মসজিদ, ভবন, স্কুল, হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। গাজায় হামলা অব্যাহত থাকায় প্রতিনিয়ত এক এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে ফিলিস্তিনিদের। কোনও স্থানই এখন আর নিরাপদ নেই। এক রিপোর্টে বলা হয়েছে, গাজায় সংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ১৭ লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ প্রবেশে বাধা দেওয়ার কারণে গাজায় জটিল রোগে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।