Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

জাতপাত নিয়ে রাজনীতি নয়: পদ্ম নেতাদের সর্তক করলেন গড়করি


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১১ এএম

জাতপাত নিয়ে রাজনীতি নয়: পদ্ম নেতাদের সর্তক করলেন গড়করি

পানাজি, ১৩ জুলাই: ভুল করলে ফল ভুগতে হবে, পদ্ম নেতাদের সর্তক করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, অন্যান্য দলের তুলনায় বিজেপির পার্থক্যের রয়েছে। সে কারণেই বারবার মানুষের আস্থা অর্জন করছে। কংগ্রেসের মত অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে বিজেপিকে ফল ভুগতে হবে। কংগ্রেসকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেস যা করত, "আমরা যদি তা করতে থাকি। তাহলে দলের কোনও লাভ হবে না।" লোকসভা ভোটে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই প্রথম মুখ খুললেন নীতিন গড়করি। এদিন তিনি বলেন, "আডবাণীজি বলতেন যে আমরা একটি পার্থক্যযুক্ত দল। আমাদের বুঝতে হবে আমরা অন্য দলগুলোর থেকে কতটা আলাদা।"

শনিবার পানাজির কাছে গোয়া বিজেপির একটি কার্যনির্বাহী সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রীর বলেন, "কংগ্রেসের ভুলের জন্যই মানুষ বিজেপিকে নির্বাচিত করেছেন। একই ভুল না করার জন্য তাঁর দলের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। আমরা যদি একই ভুল করি, তাহলে তাদের বের হয়ে আমাদের প্রবেশ করে কোনো লাভ নেই।" আগামী দিনে পার্টির নেতাদের জানা উচিত, রাজনীতি হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের হাতিয়ার। গডকড়ী জোর দিয়ে বলেন, "আমাদের দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হবে এবং তার জন্য আমাদের একটি পরিকল্পনা থাকা উচিত।"

মহারাষ্ট্রের রাজনীতির কথা উল্লেখ করে গডকড়ী বলেন, তাঁর নিজের রাজ্যে জাতপাত নিয়ে রাজনীতি করার প্রবণতা রয়েছে। মন্ত্রীর কথায়, "আমি এই প্রবণতা অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মানুষকে বলেছি যে আমি জাতপাতের রাজনীতিতে লিপ্ত হব না। জো করেগা জাত কি বাত, উসকো পাড়েগি কাস্কে লাথ (জাতপাতের কথা বললে তাদের ক্ষমতা থেকে বের করে দেওয়া হবে)। একজন ব্যক্তি তার মূল্যবোধের দ্বারা পরিচিত হয়, তার জাত দ্বারা নয়।"