Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

৪০ দিনে ৭ বার! প্রতি শনিবার সাপের ছোবলে আক্রান্ত ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ এএম

৪০ দিনে ৭ বার! প্রতি শনিবার সাপের ছোবলে আক্রান্ত ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ


লখনউ, ১৩ জুলাই: প্রতি শনিবার নিয়ম করে সাপের ছোবল! ইতিমধ্যেই ৪০ দিনে ৭ বার সাপের ছোবল খেয়ে জীবিত থাকলেও অসুস্থ হয়ে পড়েছেন এক ব্যক্তি। ২৪ বছর বয়সি আক্রান্ত ব্যক্তির নাম বিকাশ দুবে।  উত্তরপ্রদেশের ফতেহপুরের ঘটনা। 
মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজীব নয়ন গিরি জানান, ওই ব্যক্তি প্রশাসনের কাছ থেকে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। বিকাশ দুবে খুব অসহায় অবস্থায় কালেক্টরের অফিসে এসে জানান, তিনি সাপের কামড়ের নিরাময়ে অনেক চিকিৎসা করেছেন। কিন্তু আর পারছেন না। তার আর্থিক সাহায্যের প্রয়োজন।  নয়ন গিরি জানান, আমরা তাকে সরকারি হাসপাতাল থেকে  বিনামূল্যে অ্যান্টি ভেনম নেওয়ার পরামর্শ দিয়েছি। 
মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরি আরও জানান, খুব আশ্চর্য ঘটনা যে, প্রতি শনিবার করে বিকাশ দুবেকে সাপে ছোবল দিচ্ছে। প্রতিবারই তিনি একই হাসপাতালে ভর্তি হচ্ছেন। মাত্র একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ব্যাপারটি বেশ গোলমেলে। আমাদের সাপটিকে শনাক্ত করা উচিত। সেই সঙ্গে যে চিকিৎসক তার চিকিৎসা করছেন তার যোগ্যতাও আমাদের দেখতে হবে। এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে বলে জানিয়েছেন গিরি। তিনি জানান, মেডিক্যাল বোর্ডের সাহায্যে আমরা সত্যি ঘটনা মানুষকে জানাতে পারব।