Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ক্যানসারে আক্রান্ত প্রাক্তন ক্রিটেকার অংশুমান গায়কোয়াড়, পেনশন ছাড়তে রাজি কপিল দেব, বোর্ডকে অর্থ সাহায্যের আবেদন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫১ এএম

ক্যানসারে আক্রান্ত  প্রাক্তন ক্রিটেকার অংশুমান গায়কোয়াড়, পেনশন ছাড়তে রাজি কপিল দেব, বোর্ডকে অর্থ সাহায্যের আবেদন

 

 

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যানসারে আক্রান্ত বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে ইংল্যান্ডে। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই কপিল দেব, সুনীল গাভাসকর, রজার বিনিরা নিজেদের তরফ থেকে অর্থ সংগ্রহ করে গায়কোয়াডের চিকিৎসার খরচের জন্য পাঠিয়েছেন। কিন্তু সেই অর্থ তাঁর চিকিৎসায় যথাযোগ্য নয়।

প্রাক্তন ক্রিকেটাররা পেনশন পান ঠিকই, কিন্তু তাঁদের চিকিৎসার জন্য কোনও ফান্ড নেই বিসিসিআইয়ের। সেই প্রসঙ্গ তুলে বোর্ডের কাছে আবেদন জানিয়ে কপিল দেব বলেছেন, ‘বিসিসিআইয়ের উচিৎ প্রয়োজনীয় অর্থ অংশুর জন্য পাঠানো। ও আমাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল। অংশুর এমন অবস্থা দেখা যায় না। আমরা কাউকে জোরাজুরি করছি না। কিন্তু অংশুমানের এমন অবস্থায় ওর পাশে দাঁড়ানোটা নৈতিক কর্তব্য। আশা করব বিসিসিআই এব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে। সবাইঅংশুর আরোগ্য কামনা করুন।’

পাশাপাশি পুরনো ক্রিকেটারদের চিকিৎসার কোনও বন্দোবস্ত বিসিসিআইয়ের তরফ থেকে না থাকার কথাও উল্লেখ করে কপিলে বললেন, ‘এখনকার ক্রিকেটার অনেক অর্থউপার্জন করে। আগের ক্রিকেটারদের জন্য যদি একটা ট্রাস্ট তৈরি করা হয়, তাহলে ভালো হয়।’