Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৩৯ হাজার ৪৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৮ পিএম

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৩৯ হাজার ৪৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী

 

 শফিকুল ইসলাম ,রানাঘাট: রানাঘাট দক্ষিণ তপশিলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।  তিনি তার নিকটতম প্রার্থী বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে ৩৯ হাজার ৪৮  ভোটে পরাজিত করেছেন। মুকুটমণি অধিকারী পেয়েছেন একলক্ষ ১৩ হাজার ৫৩৩টি ভোট।  বিজেপির মনোজ কুমার বিশ্বাস পেয়েছেন ৭৪৪৮৫ টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের অরিন্দম বিশ্বাস। তার প্রাপ্ত ভোট  ১৩ হাজার ৮২।

এর আগে বিজেপির টিকিটে জিতে ২০২১ সালে বিধায়ক হয়েছিলেন  মুকুটই। পরে অবশ্য বিধায়ক থাকা অবস্থাতেই দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। লোকসভা ভোটে মুকুটমণি অধিকারিকে প্রার্থীও করে ঘাসফুল শিবির। তখন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে লোকসভা ভোটে তিনি জিততে পারেননি। পরে রানাঘাট বিধানসভা উপনির্বাচনে তাঁর ওপরেই আস্থা রাখে তৃণমূল। আর  ২০১১ পর প্রথমবার মুকুটমণি অধিকারির হাত ধরে  রানাঘাট দক্ষিণ বিধানসভা  দখল করল তৃণমূল। 
 

যদিও এবার লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে ছিল বিজেপি। সেই ঘাটতি মিটিয়ে উপনির্বাচনের বৈতরণী পার করতে মরিয়া ছিল তৃণমূল।রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে রানাঘাট-২ ব্লকের আটটি ও রানাঘাট-১ ব্লকের ছটি পঞ্চায়েত। এছাড়াও রয়েছে কুপার্স নোটিফায়েড এলাকা।

এই কেন্দ্র আবার উদ্বাস্তু ও মতুয়া বলয় বলেও পরিচিত। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, উদ্বাস্তু ও মতুয়ারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির দিকে ঝুঁকেছিল। আবার ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন লোকসভায় এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। বিধানসভা তাঁর জয়ের ব্যবধান ছিল ১৬,৫১৫।

উপনির্বাচনে উদ্বাস্তু ও মতুয়া ভোট ফুল পরিবর্তন করে এবার তৃণমূলের দিকে ফিরে এসেছে বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারি। তিনি এই প্রতিবেদককে বলেন,  "রানাঘাট দক্ষিণের মানুষ বিজেপির বিভাজনের নীতিকে পরাস্ত করেছেন।   রাম মন্দির, সিএএ ইস্যু   এবার কাজ করে নি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা বিজেপির যে কাজ তা মানুষ প্রত্যাখ্যান করেছে ।

গেরুয়া সন্ত্রাস উপেক্ষা করে  মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন।  এ জয় আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও রানাঘাট দক্ষিণের  মতুয়া,  পিছিয়ে পড়া মানুষ,  ওবিসি ভাই বোনদের উৎসর্গ করলাম ।"

এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে  প্রচার, সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র  রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর সিংহ,  চাপড়ার তৃণমূল নেতা জেবের শেখকে । এই জয়ে তারা সবাই খুশি ।