Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিধায়ক পুত্রের দাদাগিরির প্রতিবাদে ইসলাম গ্রহণের হুঁশিয়ারি দলিত কংগ্রেস নেতার


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩০ পিএম

বিধায়ক পুত্রের দাদাগিরির প্রতিবাদে ইসলাম গ্রহণের হুঁশিয়ারি দলিত কংগ্রেস নেতার

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপি বিধায়ক পুত্রের সঙ্গে কংগ্রেস নেতার ছেলের বিবাদ ঘিরে উঠল ধর্ম পরিবর্তনের হুঁশিয়ারি ঘটনাটি ঘটেছে গুজরাতে গাড়ি চালানো ঘিরে এই বিবাদের সূত্রপাত প্রথমে কথা কাটাকাটি তারপর কংগ্রেস নেতার পুত্রকে মারধর, অপহরণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযুক্ত গোন্ডল বিধানসভার বিধায়ক বিজেপির গীতাবা জাডেজার পুত্র অন্যদিকে আক্রান্ত দলিত সম্প্রদায়ের কংগ্রেস নেতা রাজেশ সোলাঙ্কি জুনাগড় শহরে দলের তফসিলি জাতি, উপজাতি সেলের চেয়ারম্যানের পুত্র অভিযুক্ত বিধায়কপুত্রকে গ্রেফতার করে পুলিশ সে আপাতত জেলবন্দি তবে আক্রান্ত কংগ্রেস নেতার দাবি, পদত্যাগ করতে হবে বিজেপি বিধায়ককে বিজেপি তাদের দলের ওই বিধায়ককে বরখাস্ত না করলে প্রতিবাদে কংগ্রেস নেতা ধর্ম বদলে ইসলাম গ্রহণের হুঁশিয়ারি দিয়েই থামেননি, জেলা শাসকের সঙ্গে দেখা করে ধর্মান্তকরণের প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করেছেন রাজেশের দাবি, তাঁর পুত্রকে অপহরণ, মারধরের ঘটনায় গীতাবা ও তাঁর স্বামীকও গ্রেফতার করতে হবে সেই সঙ্গে বিধায়ক পদ থেকেও গীতাবাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ওই স্থানীয় কংগ্রেস নেতা

আপাত সাধারণ ঘটনার সঙ্গে ধর্ম বদলের হুঁশিয়ারি প্রসঙ্গে সোলাঙ্কি জানান, গুজরাতে বিজেপির টানা ২৭ বছরের রাজত্বে দলিতরা নানা নির্যাতনের শিকার নির্যাতনের ঘটনা নিয়ে অন্তত পাঁচ হাজার মামলা দায়ের হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার বিজেপির জমানায় দলিতরা নিরাপদ নয় তাই ধর্ম বদলের সিদ্ধান্ত নিয়েছেন

গুজরাতে ধর্ম পরিবর্তনের জন্য সরকারের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকার সময়ে এই মর্মে আইন করেছিলেন যদিও তাতে ধর্মান্তকরণে লাগাম দেওয়া যায়নি প্রধানমন্ত্রীর রাজ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণের প্রবণতা দিন দিন বাড়ছে সম্প্রতি গুজরাত সরকার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ধর্ম পরিবর্তনের বিষয়টি লঘু করে দেখা যাবে না জেলাশাসকদের আরও সতর্ক হতে হবে দেখতে হবে জবরদস্তি ধর্ম বদল করানো হচ্ছে কি না

কংগ্রেস নেতা সোলাঙ্কি জেলা শাসকের সঙ্গে দেখা করে তাঁর প্রতিবাদ ও ধর্ম বদলের বাসনার কথা জানিয়ে এসেছেন তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে বিধায়ক পুত্রের দাদাগিরির প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস