Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বগটুই গণহত‍্যা কাণ্ডে চার্জসিট দাখিল করল সিবিআই


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০১ এএম

বগটুই গণহত‍্যা কাণ্ডে চার্জসিট দাখিল করল সিবিআই

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: আদালতে বগটুই গণহত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করল সিবিআই। প্রায় দু’বছর চার মাস পর এই মামলার চার্জ গঠন করা হল। শুক্রবার আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয়।

পাশাপাশি এই মামলায় আগামী ১২ ও ১৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ পেশের দিনও ধার্য করেছে আদালত। চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপশ্রী।

এদিন রামপুরহাট ১ ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জন আসামী হাজির ছিল। সিবিআই আইনজীবী পার্থ তপশ্রী জানান, 120 বি, 109 সহ বিস্ফোরক, অগ্নিসংযোগ, খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ রাতে রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে। সেই রাতেই ভাদুর অনুগামীরা প্রতিশোধ নিতে বগটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় ১০ জনের।

কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার পায় সিবিআই। ঘটনার তিন মাস পর ২০২২ সালের ২১ জুন আদালতে  প্রাক্তন রামপুরহাট ১ ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ আঠারো জনের নামে রামপুরহাট আদালতে ১,১৯৩ পাতার চার্জশিট জমা দেয় সিবিআই। পরে আরও পাঁচজন জনের নাম এই মামলায় যুক্ত হওয়াই আসামী বেড়ে ২৩ জন হয়।    

আদালত সূত্রে খবর, বগটুই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের পূর্বে চার্জ গঠনের দিন ছিল গত ২১ জুন। সেই মতো রামপুরহাট দ্রুত নিষ্পত্তি বা ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্দীপ কুণ্ডুর এজলাসে ২৩ জন অভিযুক্তের হাজির হওয়ার কথা ছিল। চার্জ গঠন হবে বলে এজলাসে সিবিআইয়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ছিলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরাও।

আইনজীবীরা জানান, চার্জ গঠনের দিন মামলায় গ্রেফতার হওয়া আসামিদের মতামত নেওয়া হয়। সেই দিন আদালতে আনারুল হোসেন-২১ জন অভিযুক্ত হাজির থাকলেও বর্ধমান সংশোধনাগারে বন্দি জাহাঙ্গির শেখ ও মফিজুল শেখ নামে দুই অভিযুক্ত ছিলেন না। সেই কারণে চার্জ গঠনের দিন পিছিয়ে গিয়েছিল। তবে ওই ২১ জুন তারিখেই রামপুরহাট আদালতে খারিজ হয়েছিল বগটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা আনারুলের জামিনের আবেদনও।