Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিহারে ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে মৃত ২৫,  জখম ৩৯, ক্ষতিপূরণ ঘোষণা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫২ পিএম

বিহারে ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে মৃত ২৫,  জখম ৩৯, ক্ষতিপূরণ ঘোষণা

 

পটনা, ১২ জুলাই:  বিহারে মর্মান্তিক মৃত্যু। ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২৫ জনের, জখম ৩৯ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘটনায় শোকজ্ঞাপন করে হতা-হতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ২৫ জনের মধ্যে মধুবনীতে পাঁচজন, ওরঙ্গাবাদে ৪ জন, সুপুলিতে মৃত্যু হয়েছে তিনজনের, নালন্দায় তিন, লক্ষ্মীসরাই ও পটনায় মোট চারজন মারা গেছে। এছাড়াও বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর, পূর্ণিয়ায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে। 

বিহার রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, শুধুমাত্র জুলাই মাসেই বজ্রাঘাতে কমপক্ষে ৫০ জন মানুষের প্রাণহানি হয়েছে। তবে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে খবর। প্রশাসনের তরফ থেকে রাজ্যের মানুষকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার মৌসম ভবনের তরফ থেকে পটনার একাধিক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিসানগঞ্জ ও আরারিয়া জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। 

বৃহস্পতিবার তারারি থানার অন্তর্গত বাকরা গাঁও গ্রামে একটি স্কুল চত্বর লাগোয়া তাল গাছে বাজ পড়ে ২২ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের নিকটবর্তী আররাহের সর্দার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর একটি জেলায় বজ্রাঘাতে ১৭ জন ঝলসে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর। 

বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিহার। মৌসম বিভাগ জানিয়েছে, কিসানগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ ব্লকে ১১২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।