Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সিএ মেধাতালিকায় মুম্বাইয়ের ঘিলমন সেলিম আনসারি


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৭ পিএম

সিএ মেধাতালিকায় মুম্বাইয়ের ঘিলমন সেলিম আনসারি

 


 

 

 

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রকাশিত হল ২০২৪ সালের মে সেশনের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রকাশিত ফলাফলে দেখা যায় ৮৩.৩৩ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছেন দিল্লির শিবম মিশ্র ৬০০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৫০০ অন্যদিকে ৮০ শতাংশ নম্বর  পেয়ে দ্বিতীয় স্থানে আছেন দিল্লির বর্ষা অরোরা তাঁর প্রাপ্ত নম্বর ৪৮০ ৭৯.৫০ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছেন বাণিজ্যনগরীর বাসিন্দা  ঘিলমন সেলিম আনসারি এবং কিরণ রাজেন্দ্র সিং মনরাল তাঁদের প্রাপ্ত নম্বর ৪৭৭

সেলিম আনসারি মুম্বাইয়ের এইচ আর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশুনা করেছেন বর্তমানে তিনি গোখলে অ্যাসোসিয়েটসে আর্টিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত ছিলেন নাভি মুম্বাইয়ের ভাসির বাসিন্দা আনসারির বাবা একটি প্রাইভেট কোম্পানির সেক্রেটারি পোস্টে কাজ করতেন তাঁর মা গৃহবধূ

উল্লেখ্য, এই বছর, গ্রুপ ১-এর জন্য আইসিএআই সিএ ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মে মসের ৩, ৫ এবং ৯ তারিখে এবং গ্রুপ ২ পরীক্ষা হয়েছিল মে মাসের ১১, ১৫ এবং ১৭ তারিখে সিএ ফাইনাল গ্রুপ ১ পরীক্ষা হয়েছিল মে মাসের ২, ৪ এবং ৮ তারিখে এবং গ্রুপ ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মে মাসের ১০, ১৪ এবং ১৬ তারিখে এদিকে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন-অ্যাসেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হয়েছিল মে মাসের ১৪ ও ১৬ তারিখে এই সমস্ত পরীক্ষা সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল

বছর দেশে চার্টাড অ্যাকাউন্টেন্সির ফাইনালে গ্রুপ 'এ'-তে মোট ২৭.৩৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন মোট ৭৪ হাজার ৮৮৭ পরীক্ষার্থী গ্রুপ 'এ'-র পরীক্ষা দিয়েছিলেন তাতে পাশ করেছেন ২০ হাজার ৪৭৯ জন গ্রুপ 'বি'-তে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৮৯১ জন উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৪০৮ জন সব মিলিয়ে দুই গ্রুপ মিলিয়ে সিএ ফাইনালে এবারে পাশ করেছেন ৩৫ হাজার ৮১৯ জন দেশের মোট ১৯.৮৮ শতাংশ পরীক্ষার্থী সিএ ফাইনালে পাশ করেছেন এবারে আর সিএ ইন্টারে শীর্ষস্থানে আছেন কুশাগ্র রায়