Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মেয়ের পর মায়ের 'দাদাগিরি' প্রকাশ্যে, পিস্তল হাতে কৃষকদের হুমকি পূজা খেদকরের মায়ের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০২ এএম

মেয়ের পর মায়ের 'দাদাগিরি' প্রকাশ্যে, পিস্তল হাতে কৃষকদের হুমকি পূজা খেদকরের মায়ের

মু্ম্বাই, ১২ জুলাই: আইএএস অফিসার পূজা খেদকরের অনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে তীব্র বির্তকের সৃষ্টি হয়েছে। সেই বির্তক থামতে না থামতেই প্রকাশ্যে আসল আইএএস অফিসারের মায়ের 'দাদাগিরি'। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা গেছে, হাতে বন্দুক নিয়ে একদল কৃষককে হুমকি দিচ্ছেন পূজার মা।

সূত্রের খবর, পূজার বাবা দিলীপ খেদকরও একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছেন তিনি। মহারাষ্ট্রের পুনে জেলার মুলশি তালুকের ২৫ একর সহ একাধিক জায়গায় জমি কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, কৃষকদের জমি জবর দখলের চেষ্টা করেছিলেন দিলীপ। নিজেদের জমিকে রক্ষা করতে রুখে দাঁড়ান কৃষকরা। তারপরই রনংদেহি রুপে নিরাপত্তারক্ষীদের নিয়ে ওই এলাকায় পৌঁছান পূজার মা মনোরমা খেদকর। ঘটনাস্থলে রীতিমত 'দাদাগিরি' দেখান তিনি।

স্থানীয় এক ব্যক্তির রেকর্ড করা দু'মিনিটের ভিডিয়োতে দেখা গিয়েছে, মনোরমা খেদকর হাতে পিস্তল নিয়ে কৃষকদের ভয় দেখাচ্ছেন। পাশাপাশি তাদের হুমকিও দেন তিনি। কৃষকদের হুমকির সুরে তাদের জমির কাগজও দেখতে চান আমলার মা। একইসঙ্গে তিনি দাবি করেন, "জমির দলিলে আমার নাম লেখা রয়েছে।" পাল্টা কৃষকরা বলেন, জমি সংক্রান্ত মামলাটি আদালতে রয়েছে। তারপরই মনোরমা আদালতের নির্দেশ দেখতে চান। মারাঠি ভাষায় কৃষকদের হুমকি দিয়ে বলেন, "আমাকে নিয়মগুলি শেখাবেন না।"

স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ঘটনার পর তারা পুনের পৌড় থানায় ওই মহিলার (পূজার মা) বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকি অভিযোগ না নিয়েই তাদের ফিরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ভুয়ো প্রতিবন্ধী এবং ওবিসি শংসাপত্র জমা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন আইএএস অফিসার পূজা খেদকর। ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মহিলার আইএএস-এর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র বির্তকের সৃষ্টি হয়।

২০২৩ ব্যাচের মহিলা আইএএস অফিসার হিসাবে তাঁর পদের অপব্যবহার করে খবরের শিরোনামে উঠে আসেন পূজা। অভিযোগ, নিজের ব্যক্তিগত অডি গাড়িতে সাইরেন, ভিআইপি নম্বর প্লেট এবং 'মহারাষ্ট্র সরকার' এর স্টিকার ব্যবহার করছিলেন তিনি। এমনকি ভালো পদের আশায় তিনি ভুয়ো প্রতিবন্ধী এবং ওবিসি শংসাপত্রও জমা দিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বির্তক শুরু হয় দেশজুড়ে। চাপে পড়ে একনাথ শিন্ডের সরকার। তড়িঘড়ি বদলি করানো হয় পূজা খেদকরকে।