Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অসুস্থ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভর্তি হাসপাতালে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৩ পিএম

অসুস্থ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভর্তি হাসপাতালে

পুবের কলম, ওয়েবডেস্ক: অসুস্থ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভর্তি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের নিউরো সার্জারি বিভাগে। কোমর ব্যথায় ভুগছেন কেন্দ্রীয় মন্ত্রী। নিউরো সার্জেন  ডাঃ অমল রাহেজার তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতাল বুলেটিনে এইমস-এর মিডিয়া সেলের ইনচার্জ ডাঃ রীমা দাদা। দ্রুত তাঁর এমআরআই করা হবে বলে জানা গিয়েছে। 

দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এবারও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন রাজনাথ। তাঁর অনুগামীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।  রাজনাথ সিংয়ের বয়স ৭৩। তাই তাকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে একটানা দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ারে বসেছেন বিজেপির এই প্রবীণ নেতা। শেষ নির্বাচনেও জিতেছেন লখনউ থেকে। উত্তরপ্রদেশে জন্ম রাজনাথ সিংয়ের। ১৯৫১ সালের ১০ জুলাই বারাণসী জেলার ভাভোরা গ্রামে রাম বদন সিংয়ের পরিবারে জন্ম। সাধারণ কৃষক পরিবারের সেই ছেলেই পড়াশোনার সূত্রে চলে আসেন গোরখপুর বিশ্ববিদ্যালয়ে। মাত্র ১৩ বছর বয়সে আরএসএস-এ যোগ দেন তিনি। ১৯৭৭ সালে মির্জাপুর থেকে বিধায়ক হন। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় জেলেও গিয়েছিলেন তিনি।