Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

যোগীর ‘বুলডোজার’ নীতিতে অনুপ্রাণিত, গাড়ি ছেড়ে বুলডোজারে চেপে বিয়ে করতে গেলেন যুবক


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৯ পিএম

যোগীর ‘বুলডোজার’ নীতিতে অনুপ্রাণিত, গাড়ি ছেড়ে বুলডোজারে চেপে বিয়ে করতে গেলেন যুবক

লখনই, ১১ জুলাই: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার বারংবার ‘বুলডোজার’ চালিয়ে বির্তকের জন্ম দিয়েছে। যোগী নীতিতে অনুপ্রাণিত হয়ে বুলডোজার নিয়েই এবার অভিনব কাণ্ড করে বসলেন এক যুবক। জানা গিয়েছে, কনেপক্ষের কটাক্ষের জবাব দিতে ইউপির ওই যুবক বিয়ে করতে যান বুলডোজারে সওয়ার হয়ে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। গোরক্ষপুরের খজনি নগরের বাসিন্দা কৃষ্ণ বর্মা। ওই জেলারই খলিলাবাদের প্রমিলা নামে এক নারীর সঙ্গে বিয়ে ঠিক হয় তার। বিজেপি সমর্থক ওই যুবকের বিয়ের তারিখ ঠিক হওয়ার পর কনেপক্ষের বাড়ির এক ব্যক্তি ওই যুবককে কটাক্ষ করে বলেন, ‘সাবধানে আসবেন খলিলাবাদে কিন্তু বিজেপি হেরে গেছে।’

কিন্তু বিজেপিকে নিয়ে কন্যাপক্ষের এই মন্তব্য মেনে নিতে পারেনি যুবক। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, এর যোগ্য জবাব দেবেন। হবু শ্বশুরবাড়ির লোকদের জবাব দিতে যোগীর অস্ত্র বুলডোজার নিয়েই বিয়ে করতে যাবেন বলে সিদ্ধান্ত নেন। বিয়ের দিন গাড়ি ছেড়ে বুলডোজার ভাড়া করেন ওই যুবক। ফুল দিয়ে বুলডোজারকে সাজিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ। সঙ্গে বাজতে থাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে জনপ্রিয় গান, ‘যব চ্যাম্প কে বাবা চলেলা বাবা কা বুলডোজার…’।