Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ইউজিসি নেট: প্রশ্নপত্র ফাঁস হয়নি, ভুয়ো স্ক্রিনশট ছিল--- শিক্ষা দফতরে সিবিআই


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫২ পিএম

ইউজিসি নেট: প্রশ্নপত্র ফাঁস হয়নি, ভুয়ো স্ক্রিনশট ছিল--- শিক্ষা দফতরে সিবিআই

 পুবের কলম,ওয়েবডেস্ক: জাল স্ক্রিন শটের জের! স্থগিত হয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা ২০২৪। গত ১৮ জুন দেশের ৩১৭টি শহরে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার একদিন পরেই  প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়ে পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দায়ের হয়েছিল মামালা। মামলার দায়ভার নেয় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তদন্তে নেমে জানা গেছে , আদতে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসই হয়নি।

মূলত দুই দফায় পরীক্ষা নেওয়া হয়। প্রথম অধিবেশন ছিল সকাল ৯.৩০ টা থেকে ১২.৩০ পর্যন্ত। পরের দফা  ছিল বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম সেশনের পরীক্ষার পর, সেই প্রশ্নপত্রটিকে নিয়ে কারসাজি করে টেলিগ্রামে শেয়ার করা হয়। যা হু হু করে ভাইরাল হতে শুরু করে। অভিযোগ দায়ের হয়, প্রশ্নপত্র পরীক্ষার আগে ভাইরাল হয়েছে। যদিও সেই স্ক্রিনশট ভুয়ো ও ভিত্তিহীন বলেই এদিন দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। বলা বাহুল্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ওই টেলিগ্রাম চ্যানেলের চ্যাটটি শনাক্ত করেছে। যা থেকে ওই ভুয়ো স্ক্রিনশটটি শেয়ার হয়েছে।  ১৯ জুন বিকেল ৩টে নাগাদ তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানায়। সেই রাতেই পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় সরকার। 
২৩ জুন, শিক্ষা মন্ত্রকের অনুরোধে, এই তদন্তের দায়ভার নিয়েছিল সিবিআই। সিবিআই তদন্তে জানা  গিয়েছে, এর পিছনে একটি চক্র জড়িয়ে রয়েছে। যারা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করার নামে টাকা তুলে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করে। তাদের মধ্যেই একজন পরীক্ষার্থীর কাছ থেকে ইউজিসি নেট পরীক্ষার প্রথম দফার  প্রশ্নপত্রটি সংগ্রহ করেছিল। এরপর, দ্রুত তাতে কারসাজি করে, দুপুর দুটো নাগাদ তা ভাইরাল করে দেয়।  ইতিমধ্যেই, সিবিআই এই তথ্য শিক্ষা মন্ত্রককে জানিয়েছে। তবে, ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে কিনা, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। যে স্ক্রিনশটের জেরে পরীক্ষাটি বাতিল করা হয়েছিল, তা যে জাল তা নিয়ে কোনও দ্বিধা নেই। তবে ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে কোনও একদিন এই পরীক্ষা ফের নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।