Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

উচ্চবর্নের নেতারাই মন্ত্রী হয়-বিজেপির বিরুদ্ধে তোপ দলীয় সাংসদের


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ এএম

উচ্চবর্নের নেতারাই মন্ত্রী হয়-বিজেপির বিরুদ্ধে তোপ দলীয় সাংসদের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি নতুন নয় তবে বিরোধীদের সুরে সুর মিলিয়ে এবার নিজের দলের বিরুদ্ধে তোপ দাগলেন সাতবারের সাংসদ কর্নাটকের বিজয়পুরার সাংসদ রমেশ জিগাজিনাগির অভিযোগ, মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উচ্চবর্নের নেতারা

তপসিলি জাতি (এসসি) ভুক্ত এই পদ্মনেতা সাংবাদিকদের বলেন, 'আমি জানি না এটা ন্যায়বিচার নাকি অবিচার, সমগ্র দক্ষিণ ভারতে একজন দলিত ব্যক্তি হিসেবে আমিই একমাত্র ব্যক্তি যে সাতবার জয়ী হয়েছি সমস্ত উচ্চবর্ণের নেতা মন্ত্রী হয়েছেন তার মানে কি দলিতরা বিজেপিকে আদৌ সমর্থন করেনি? আমি এতে খুব কষ্ট পেয়েছি'

তিনি বলেন, 'আমি নিজের জন্য মন্ত্রিসভা পদ চাই না আমি আমার নির্বাচনী এলাকায় ফিরলে অনেকেই আমার সমালোচনা করেন অনেকেই আমাকে আগেই সতর্ক করেছিলেন যে বিজেপি দলিত বিরোধী' রমেশ প্রশ্ন তোলেন, 'আমার সংসদীয় এলাকার জনগণ চান যাতে আমি মন্ত্রি হই তাদের এই দাবি কী অন্যায্য?

বর্ষীয়ান এই বিজেপি নেতা এখনও পর্যন্ত টানা সাতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছেন এরমধ্যে কর্নাটকের এসসি সংরক্ষিত  চিক্কোডি আসন থেকে তিনবার এবং বিজাপুর আসন থেকে চারবার মাদিগা সম্প্রদায়ের এই সাংসদ প্রথম মোদি সরকারের মন্ত্রীসভায় ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পানীয় জল ও স্যানিটেশন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন