Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

৫টি শূন্য পদ, আবেদনকারি হাজারের বেশি, গুজরাতে ইন্টারভিউতে পদপিষ্টের ঘটনা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

৫টি শূন্য পদ, আবেদনকারি হাজারের বেশি,  গুজরাতে ইন্টারভিউতে পদপিষ্টের ঘটনা

গান্ধিনগর, ১১ জুলাই: মোদি জমানায় বেকারত্ব ভয়ঙ্কর চেহারা নিয়েছে। গুজরাত সেই বেকারত্বের জ্বালার জলজ্যান্ত চেহারা তুলে ধরল। শূন্য পদের চেয়ে বেশি সংখ্যায় আবেদনকারি, চাপে ভেঙে পড়ল হোটেলের রেলিং। ঘটল পদপিষ্টের মতো ঘটনা। আহত বেশ কয়েকজন চাকরি প্রার্থী যুবক। 

জানা গেছে, শূন্য পদ ৫, আর সেখানে আবেদনকারির সংখ্যা হাজারের বেশি। গুজরাতের একটি বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউতে এসে প্রবল ধাক্কাধাক্কিতে পদপিষ্টের ঘটনা ঘটল। সামাজিক মাধ্যমে এই বিশৃঙ্খলার চিত্র ভাইরাল হয়েছে। গুজরাতের অঙ্কলেশ্বরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরির ইন্টারভিউতে শূন্যপদের থেকে আবেদন করেন বেশি সংখ্যক যুবক। অঙ্কলেশ্বরের একটি হোটেলে ইন্টারভিউ আয়োজন করা হয়েছিল। বি.ই সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই সার্টিফিকেশন যোগ্যতায়  শিফট ইনচার্জ, প্ল্যান্ট অপারেটর, সুপারভাইজার, মেকানিক্যাল ফিল্টার এবং এক্সিকিউটিভ পদের মতো প্রার্থী চাইছিল কোম্পানিটি। কিন্তু খালি পদের থেকে বেশি প্রার্থী ইন্টারভিউ দিতে চলে আসেন। ধাক্কাধাক্কির চাপে রেলিং ভেঙে পড়ে বেশ কয়েকজন যুবক আহত হয়। অনেকে সামনে থাকা গাড়ির উপরে গিয়ে পড়ে। 

বেশ কয়েকটি যানবাহনের ক্ষতি হয়েছে। সংস্থাটি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।