Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মানবিক মুখ্যমন্ত্রী, নিয়ম মেনেই হর্কাসদের জন্য আলাদা অঞ্চল করে দেওয়ার পরিকল্পনা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ এএম

মানবিক মুখ্যমন্ত্রী, নিয়ম মেনেই হর্কাসদের জন্য আলাদা অঞ্চল করে দেওয়ার পরিকল্পনা

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: হকার্সদের পাশেই মানবিক মুখ‍্যমন্ত্রী। নিয়ম মেনেই হকার্সদের জন‍্য একটি আলাদা অঞ্চল করে দিতে চাইছেন মুখ‍্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ছয় জুলাই জেলা শাসককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে জেলা পরিষদের পশুহাসপাতালকে অন‍্যত্র সরানোর জন‍্য। সেই জায়গাই একটি হকার্স জোন হলে তাদের সমস‍্যা সমাধান হয়ে যাবে।

দফায় দফায় রামপুরহাট পুরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত ব‍্যবসায়ীদের বেশিরভাগ জন পুরসভাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। তারা নিজেরাই দোকান ভেঙে দিয়েছে। সেই দোকানদারদের নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের হকার্স জোনে স্টল দেওয়া হবে।

১০ ই জুলাই চুড়ান্ত দিনে কিছু দোকান ভেঙে ফুটপাত দখলমুক্ত করা হয়। বহুদিন ধরে পুরসভার মানুষের দাবি ছিল চলাচলের ফুটপাত হকার্স দখলমুক্ত করার। সম্প্রতি লোকসভা নির্বাচনে পুরসভায় তার কুপ্রভাব লক্ষ্য করা যায়।