Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডের নেপথ্যে 'চাচি', দাবি পুলিশের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৯ এএম

ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডের  নেপথ্যে 'চাচি',  দাবি পুলিশের

 

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া:  ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডে নেপথ্যে 'চাচি' ওরফে আশাদেবী। তার অঙ্গুলিহেলনেই নাকি  পরিকল্পনা থেকে ডাকাতির মতো ঘটনা ঘটত এমনটাই দাবি পুলিশের। বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা হল ধৃত আশা দেবী ওরফে 'চাচি' এবং অলোক কুমার পাঠককে।

 

গত ১১ই জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করে। বিহারের বেগুসরাই থেকে বৃহস্পতিবার তাদের মধ্যে ২ জনকে ( আশা দেবী এবং অলোক কুমার পাঠক ) ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। এদিন দুপুরে হাওড়া আদালতে এদের পেশ করা হয়। আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।