Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

তীব্র বর্ষণে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৮ জনের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৫ পিএম

তীব্র বর্ষণে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৮ জনের

পুবের কলম,ওয়েবডেস্ক: তীব্র বর্ষণে বিপর্যস্ত উত্তরপ্রদেশ।  বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৮ জনের। জেলা জেলা থেকে আসছে মৃত্যুর খবর। জানা গেছে, যোগীরাজ্যে একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। সবচেয়ে খারাপ অবস্থা প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে চিকিৎসাধীন তারা। এছাড়া বুধবার প্রবল বৃষ্টির সময় গাছের নীচে আশ্রয় নেওয়া এক মহিলা বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই মারা যান।

প্রতাপগড় ছাড়াও সুলতানপুরে ৭জন। সুলতানপুরে নিহত সাতজনের মধ্যে তিনজন শিশু। পাশাপাশি চান্দৌলিতে ৬জন, মেইনপুরীতে ৫জন, প্রয়াগরাজে ৪জন, দেওরিয়া, হাথরাস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন। সকলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। 

গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে। বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হয়েছে।  আগামী পাঁচদিন রাজ্যে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ওই পাঁচদিন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে আইএমডি।