Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

নীতিন দেশাইয়ের স্মরণে অস্কার কমিটি, স্ক্রিনে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা


Puber Kalom   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১১:১১ এএম

নীতিন দেশাইয়ের স্মরণে অস্কার কমিটি, স্ক্রিনে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা

পুবের কলম, ওয়েবডেস্ক: জনপ্রিয় ভারতীয় আর্ট ডিরেক্টর নীতিন দেশাইকে শ্রদ্ধার্ঘ্য জানাল অস্কার কমিটি। অস্কারের দৌড়ে এবার ভারতীয় সিনেমা ছিটকে গেলেও, ভারতের শিল্প-সংস্কৃতির কথা কিন্তু ভুলে যায়নি তাঁরা। প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা করেই তাঁকে সম্মান জানানো হল। সোমবার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠানে প্রয়াত নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের নাম এবং ছবি ভেসে উঠল দৈত্যাকার স্ক্রিনে। শুধু তাই নয়, রেফারেন্স হিসেবে তাঁর কাজের একটা ঝলকও ঠাঁই পেয়েছে। প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে দেনার দায়ে আত্মহত্যা করেন জনপ্রিয় আর্ট ডিরেক্টর নীতিন দেশাই। নিজের স্টুডিও থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। তাঁকেই এবার স্মরণ করল ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ।

আটের দশকে মুম্বইয়ের ফিল্ম সিটি থেকে কেরিয়ার শুরু করেন তিনি। নীতিশ রায়ের সহকারী হিসেবেও কাজ করেছেন। ‘১৯৪২: আ লাভ স্টোরি’ হিট হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাননি বলিউডের নামজাদা আর্ট ডিরেক্টর। জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মান পেয়েছিলেন দেশাই। একাধিক বলিউড সিনেমা সেট ডিজাইন করেছিলেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ‘লগান’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’।