Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাষ্ট্র নিয়ন্ত্রিত পেগাসাস হ্যাকিংয়ের অভিযোগে সরব ইলতিজা মুফতি


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৭ পিএম

রাষ্ট্র নিয়ন্ত্রিত পেগাসাস হ্যাকিংয়ের অভিযোগে সরব ইলতিজা মুফতি

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পেগাসাস স্পাইওয়্যার দিয়ে ফোন হ্যাক করা হয়েছে বলে দাবি পিডিপি সভাপতি মেহবুবা মুফতির কন্যা তথা মিডিয়া উপদেষ্টা ইলতিজা মুফতির বুধবার ইলতিজা তাঁর এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রীর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন, 'পেগাসাস দ্বারা আমার ফোন হ্যাক করা হয়েছে এই সম্পর্কে অ্যাপেল থেকে একটি সতর্কবার্তা পেয়েছি ভারত সরকার স্বীকার করেছে  সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের হয়রানি করার জন্যই তারা এই অস্ত্র প্রয়োগ করেছে' একইসঙ্গে ইলতিজা  কেন্দ্রের শাসক বিজেপিকে লক্ষ্য করে বলেন, 'বিজেপি শুধুমাত্র মহিলাদের ফোনে আড়ি পাতে কারণ আমরা তাদের অঙ্গুলি হেলনে চলতে অস্বীকার করি আর কত নিচে নামবে?'

৩৭০ ধারা বাতিল হওয়ার পর যখন কাশ্মিরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে ঠিক তার আগে ইলতিজার এই অভিযোগে শোরগোল পড়ে গেছে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সম্ভবত তিনিই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি এই ধরনের সতর্কতা পেলেন বিষয়টি ভেবেই তিনি অস্বস্তিবোধ করছেন বলেই জানান তাঁর চিন্তা, অ্যাপেল থেকে শুধুমাত্র সতর্ক করা হয়েছে কিন্তু ক্ষতির পরিমাণ উল্লেখ করে নি তিনি সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন

২০২১ সালের জুলাইয়ে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে ইজ়রায়েলি স্পাইঅয়্যারপেগাসাসের সাহায্যে রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক এমনকি, কয়েক জন বিচারপতির ফোনেও আড়ি পাতার অভিযোগ তোলা হয়েছিল নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত নিযুক্ত সেই কমিটির রিপোর্টে স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল মোদি সরকারের তরফে তদন্তে কোনও সহযোগিতা করা হয়নি

অভিযোগ ওঠার পরেই ইজ়রায়েলি সংস্থা এনএসও জানিয়েছিল, তারা শুধুমাত্র বিভিন্ন দেশের সরকারকেই তাদের চর-সফ্‌টঅয়্যার পেগাসাস বিক্রি করেছিল বিভিন্ন দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাই এই স্পাইঅয়্যার কাজে লাগিয়ে ফোনে আড়ি পেতে থাকে কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের অনুমতি ছাড়া আড়ি পাতা যায় না এ দিন মুফতির দাবি অনুযায়ী অ্যাপ্‌লের সতর্কবার্তার পরেই রাষ্ট্র নিয়ন্ত্রিত এই হ্যাকিং যে এখনও চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল