Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক মুছে ফেলার মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৮ পিএম

প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক মুছে ফেলার মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের

 

 

পুবের কলম,ওয়েব ডেস্কঃ সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি মুছে ফেলার দাবি জানিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডঃ সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা জনসবার্থ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার এক নির্দেশিকায় বিচারপতি সঞ্জীব খান্না বলেন, প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ শব্দটি নিয়ে এই আদালতের বেশ কয়েকটি রায় রয়েছে এটি আমাদের সংবিধানের মৌলিক কাঠামো একইসঙ্গে তিনি জানান, সংবিধানে ব্যবহৃত সমাজতান্ত্রিক শব্দটির নিজস্ব সংজ্ঞা দেওয়া হয়েছে শব্দটির প্রচলিত আভিধানিক সংজ্ঞা এখানে গ্রহণীয় নয়

প্রসঙ্গত, সংবিধানের প্রস্তাবনায় আগে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধির সরকার ৪২তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটিকে যোগ করা হয় সংবিধানের প্রস্তাবনা সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্রথেকে বদলে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রকরা হয় এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করেই রাজ্যসভার সাংসদ দাবি করেছিলেন যে প্রস্তাবনা পরিবর্তন, সংশোধন বা খারিজ করা যায় না