Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

৬ মাসে ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে ৫৫৭ কৃষকের আত্মহত্যা, জানাচ্ছে সরকারি রিপোর্ট


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৩ এএম

৬ মাসে ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে ৫৫৭ কৃষকের আত্মহত্যা, জানাচ্ছে সরকারি রিপোর্ট

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: একের পর এক রেকর্ড গড়ছে দেশের ডবল ইঞ্জিন রাজ্যগুলি। নারী নির্যাতনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। কোথাও বা দলিত নির্যাতনে সেরার সেরা, আর কৃষক আত্মহত্যায় রেকর্ড গড়ছে মহারাষ্ট্র। মোদি সরকার কৃষকের আয় দ্বিগুন করার প্রতিশ্রুতি দিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে। কিন্তু ভোট দিলেও লাভ হল না মাঠে খেটে খাওয়া মানুষদের। সরকারি রিপোর্টই শিউরে ওঠার মত তথ্য দিচ্ছে। শুধু ২০২৪ সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে ৫৫৭ জন কৃষক আত্মহত্যা করেছে। অমরাবতী প্রশাসনিক বিভাগের অধীনে ৫ জেলায় ৫৫৭ জন কৃষক নিজেদেরকে শেষ করে দিয়েছে। এই রিপোর্ট প্রকাশ করেছে অমরাবতী ডিভিশনাল কমিশনারেট। সবথেকে বেশি সংখ্যায় কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে অমরাবতী জেলায়। সেখানে ১৭০ জন প্রাণ হারিয়েছে। এরপর আছে ইয়াভাতমাল (১৫০), বুলধানা (১১১), আকোলা (৯২) এবং ওয়াশিম (৩৪)।

কোথাও ফসল নষ্ট হওয়া, কোথাও বা অনাবৃষ্টি অথবা ঋণের বোঝা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে তারা। দূর্ভাগ্যজনকভাবে মৃত কৃষকদের মধ্যে ৫৩ জনের পরিবারকে সহায়তা করেছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। বাকিরা এখনও সরকারি সহায়তাও পায়নি। মুখে বড় বড় কথা বললেও ডবল ইঞ্জিন সরকার আসলে যে কাজে কাঁচকলা, তা আবারও প্রমাণ করল এই রিপোর্ট। 

এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর অমরাবতীর প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা বলওয়ান্ত ওয়াংখাড়ে বলেন, কৃষক আত্মহত্যায় রেকর্ড গড়ছে মহারাষ্ট্র। ফসল নষ্ট হয়ে যাওয়া এবং সঠিক সময়ে কৃষিঋণ না পেয়ে আত্মহত্যা করছে রাজ্যের কৃষকরা। বিজেপি সরকারের উচিত, কথা রাখা, চাষীদের পাশে দাঁড়ানো।