Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ক্লাস্টার ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুবিন


ইমামা খাতুন   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৪ পিএম

ক্লাস্টার ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুবিন

পুবের কলম,ওয়েবডেস্ক: ক্লাস্টার ইউনিভার্সিটির (জম্মু- কাশ্মীর)ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুবিন।  ক্লাস্টার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মনোজ সিনহার কার্যালয় থেকে জারি করা একটি আদেশ অনুসারে, মুহাম্মদ মুবিন’কে তিন বছরের জন্য উক্ত বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত করা হয়েছে।  অধ্যাপক মুবিন, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি (এফআরএসসি), এবং যুক্তরাজ্যের একজন ফেলো রিসার্চার। শুধু তাই নয়, দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত হয়েছেন। অধ্যাপক প্রায় ৪০ বছর ধরে শিক্ষা ও গবেষণায় নিযুক্ত রয়েছেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে রসায়নে তার পিএইচডি ডিগ্রি অর্জন করে পরে সেখানেই লেকচারার পদে যোগ দেন। পরবর্তীতে ২০০৫ সালে প্রফেসর পদে উন্নীত হন।   অধ্যাপক মুবিন এখনও পর্যন্ত ১৭টি পিএইচডি, ২ টি এম.ফিল প্রজেক্ট তত্ত্বাবধান করেছেন। এছাড়া  বহু গবেষণা পত্র লিখেছেন। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৪০টি সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি। অর্জন করেছেন একাধিক পুরষ্কার । প্রফেসর মুবিনকে সম্প্রতি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি কোম্পানি উচ্চ র‌্যাঙ্কড স্কলার হিসেবে চিহ্নিত করেছেন। ওই কোম্পানি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা মাইনিং, মেশিন লার্নিং এবং অন্যান্য ডেটা সায়েন্সের অপর কাজ করে থাকে। অধ্যাপক ২০১৯, ২০,২১,  ২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের  স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক  বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের র‌্যাঙ্কিংয়েও স্থান পেয়েছেন।  আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অধ্যাপক নাইমা খাতুন এদিন অধ্যাপক মুবিন’কে অভিনন্দন জানিয়েছেন।