Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'সাপ সরকারের হলে মুরগি আমার ছিল,' পাইথনের পেটে যাওয়া 'মুরগি'র জন্য ক্ষতিপূরণ আদায় কেরলের বাসিন্দার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

'সাপ সরকারের হলে মুরগি আমার ছিল,' পাইথনের পেটে যাওয়া 'মুরগি'র জন্য ক্ষতিপূরণ আদায় কেরলের বাসিন্দার

 

তিরুবনন্তপুরম, ১০ জুলাই: দাবি সঠিক হলে, অনেক সময় তা পূরণ হতে সময় লাগে না। তাই করে দেখিয়েছিলেন কেরলের কেভি জর্জ কাদাভান। কেরলের কাসারগড়ের বাসিন্দা কেভি জর্জের নিজের ঘরের বাইরে একটি মুরগির খাঁচা ছিল। প্রতিদিন তিনি দেখেন তার খাঁচায় মুরগির বাচ্চার সংখ্যা আসতে আসতে কমছে। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি,পরে একদিন দেখেন সেই পোলট্রির মধ্যে বসে আছে একটি পাইথন। চারটি মুরগির বাচ্চা গায়েব।

জর্জ বুঝতে পারেন, সবকটি গেছে পাইথনের পেটে। তিনি বনবিভাগকে খবর দিলে তারা এসে পাইথনটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। বনবিভাগের তরফ থেকে জানানো হয়, তার ১০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিপূরণের দাবি করলে সেটি পেয়ে যাবেন। কিন্তু অধস্তন কর্মচারী থেকে শুরু করে বন বিভাগের সচিবের কাছে আবেদন জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে জর্জ আদালতে দ্বারস্থ হন। সেই সময় মন্ত্রী ছিলেন আহমেদ দেভারকোভিল। জর্জ যুক্তি দিয়ে বসেন, সাপ যদি সরকারের হয় তাহলে মুরগি আমার। আমার ক্ষতিপূরণ পাওয়া উচিত। জর্জ বলেন, ১ টাকা হলেও আমাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। মন্ত্রী তাকে আশ্বস্থ করেন। পরে জর্জকে ২০০০ টাকা ক্ষতিপূরণ দেয় বনবিভাগ। টাকা পেয়ে খুশি হন কেভি জর্জ কাদাভান।