Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

স্ত্রীকে খুন করে যাবজ্জীবন চলাকালীন ৬ টি ডিগ্রী অর্জন


Shamima Ahasana   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০০ পিএম

স্ত্রীকে খুন করে যাবজ্জীবন চলাকালীন ৬ টি ডিগ্রী অর্জন

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: ২০১০ সালে স্ত্রীকে খুন করেছিল সতীশ কুমার গুপ্তা। ২০১৭ সালে আদালতের রায়ের পর যাবজ্জীবন জেলের সাজা পায় সতীশ। তারপর থেকে ঠিকানা ছিল বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগার। কিন্তু ভালো আচরণের জন্য সম্প্রতি আরও বেশ কয়েকজন বন্দীর সঙ্গে সতীশকেও মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

সতীশ যখন জেল থেকে বের হচ্ছে, তখন তার ব্যাগে রয়েছে ৬ টি ডিগ্রি। ৪ টি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। ২ টি ডিপ্লোমা। কারাগারে থাকাকালীন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে নিজেকে জড়াতে চায়নি সে। তাই বেশিরভাগ সময় কাটিয়েছে লাইব্রেরীতে। কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে ইগনু ও কর্নাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়েছে সে। এই কাজে তাকে যথেষ্ট সাহায্য করেন কারা আধিকারিক ও সেখানকার শিক্ষকরা। কারা কর্তৃপক্ষের মতে, রেকর্ড গড়েছে সতীশ। এর আগে এভাবে কোনও যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামী পড়াশোনা করেনি।

ক্রিমিনাল জাস্টিস অফ ল, ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশন, বিজনেস ল এবং হিউম্যান রাইটস ল তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়েছে সে। তাছাড়া সাইবার ল এবং পুষ্টিবিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি পেয়েছে সতীশ।

১৪ বছর জেলবন্দী হয়ে থাকার পর সতীশ জানিয়েছে, এবার মানুষজনকে আইন সম্পর্কে পরামর্শ দেবে সে এবং চাকরিতে যোগ দেবে। জেলে আসার আগে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার হিসেবে কাজ করত সতীশ।