Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অনুসুয়া থেকে অনুকাথির! আইআরএস অফিসারের নারী থেকে পুরুষ হওয়ার আবেদনে সিলমোহর কেন্দ্রের


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১১ পিএম

অনুসুয়া থেকে অনুকাথির! আইআরএস অফিসারের নারী থেকে পুরুষ হওয়ার আবেদনে সিলমোহর কেন্দ্রের

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: এম অনুসূয়া ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে আইআরএস আধিকারিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরমধ্যে তার প্রমোশনও হয়েছে। তারপর পেরিয়েছে ১১ বছর। এখন তিনি হায়দরাবাদে কর্মরত। এই আধিকারিক আবেদন করেন, অনুসূয়া নয় এবার থেকে তার পরিচিতি হবে এম অনুকাথির সূর্য নামে। আর লিঙ্গ পরিচয় পাল্টে করতে হবে পুরুষ। কারণ চিকিৎসকের সাহায্য নিয়ে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন তিনি। এখন আর তিনি নারী নন।

এই আবেদন গ্রহণ করে নাম ও লিঙ্গ পরিবর্তনে অনুমতি দিয়েছে দেশের অর্থ মন্ত্রক। এবার থেকে পুরুষ আধিকারিক হিসেবে পরিচয় লাভ করবেন তিনি।

১০ বছর আগে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের মানুষদের মর্যদা দেয়। কিন্তু ইউপিএসসির ইতিহাসে এমন ঘটনা প্রথম। এই প্রথম কোনও আইআরএস আধিকারিক পরিচয় পাল্টানোর জন্যে আবেদ করেছেন।