Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: নবান্নে সবজির দাম বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২২ এএম

Breaking: নবান্নে সবজির দাম বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা

 

 

 

 

নবান্নে সবজির দাম বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে লাগাতার তোপ। 

পেঁয়াজ আগে ছিল ৩৫ টাকা, এখন ৫০ টাকা

নাসিকে পেঁয়াজের দাম ক্রমশ বাড়ছে

দাম বৃদ্ধির জন্য এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে

শশার দাম আগে ছিল ৬০, এখন ৭৫

লাউ আগে ছিল ৪০ টাকা, এখন ৫০ টাকা

আমি এখানে পেঁয়াজের স্টোর বানিয়েছি

চাষিরা দাম পাচ্ছে না, বিক্রি হচ্ছে বেশি

শুধু নাসিকের পেঁয়াজের ওপর ভরসা করলে চলবে না

কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে

ইচ্ছে করে চাহিদা তৈরি করা হচ্ছে 

বর্ষা আসার পরেও দাম কমার কোনও লক্ষ্ণণ নেই

 

৪৫ মেট্রিক টন আলু এখনও কেনো স্টোরেজ

কাঁচালঙ্কা, ঝিঙে, টমেটোর দাম কমেছে

সুফল বাংলা স্টলে ১০-১৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে

আগের বার ও নতুন আলু আসার পরে পুরনো আলু পড়েছিল

ফড়ে রাজ বন্ধে টাস্ক ফোর্স তৈরি করেছিলাম