Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ভারি বর্ষণে বিপর্যস্ত দিল্লি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম

ভারি বর্ষণে বিপর্যস্ত দিল্লি

পুবের কলম,ওয়েবডেস্ক:  ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি। তাপমাত্রার পারদ একেবারে নিম্নমুখী। আসন্ন কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলেই অনুমান। এছাড়া, কয়েকদিন দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দিল্লির পাশাপাশি হরিয়ানা, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন ২৭। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যে অতি বৃষ্টির জেরে ৬ জনের মৃত্যু হয়েছে । এমনকি বেশ কয়েকটি এলাকায় পানীয় জল এবং বিদ্যুতের সমস্যাও তৈরি হয়েছে।