Fri, July 5, 2024

ই-পেপার দেখুন
logo

জম্মু কাশ্মিরে বিধানসভা নির্বাচনের ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের


Puber Kalom   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০২:২২ পিএম

জম্মু কাশ্মিরে বিধানসভা নির্বাচনের ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

 

 

 


 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মিরের বিধানসভা নির্বাচন সোমবার সাংবাদিক সম্মেলনে এই আশা প্রকাশ করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শানিবার শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ ভোট গণনার আগের দিন সোমবার এই সাংবাদিক সম্মেলনে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন রাজীব কুমার সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, ‘‘আমরা খুব শীঘ্রই জম্মু এবং কাশ্মীরে বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু করব আমরা জম্মু কাশ্মীরে ভোটারদের ভোটদানের হার দেখে খুব উৎসাহী’’

পাশাপাশি জম্মু কাশ্মীরের নির্বাচন নিয়ে প্রশংসা করে রাজীব বলেন, "জম্মু এবং কাশ্মীরের পরিযায়ীদের জন্য নতুন করে নিয়ম তৈরি হয়েছে যাতে তাঁরা ভোট দিতে পারেন ৫৮.৫৮ শতাংশ ভোট পড়েছে ২৬টি বিশেষ পোলিং স্টেশন ছিল"

প্রসঙ্গত, সারা দেশে যখন ভোটের হার নিম্নমুখী তখনও জম্মু কাশ্মীরের বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোটারদের নাগরিক অধিকার প্রয়োগ করার উৎসাহ ছিল চোখে পড়ার মত শুধু তাই নয় ভোটদানের হারে দেশের মধ্যে রেকর্ড গড়েছে শ্রীনগর, বারামুলার মত লোকসভা কেন্দ্রগুলি

উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বিলোপের পর অষ্টাদশ লোকসভা নির্বাচনেই এখানকার নাগরিকরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল ২০১৯ সাল থেকে এই এলাকা রাষ্ট্রপতি শাসনাধীনে ছিল পাঁচ বছর পর সেখানকার মানুষ ভোটদানের সুযোগ পেয়েছিলেন আইন-শৃঙ্খলার কারণ দেখিয়েই লোকসভা বিধানসভার ভোট একত্রে করা হয়নি কিন্তু ভোটদানের হার বুঝিয়ে দিচ্ছে কোনও  হুমকির মুখে মানুষ আর ঘরে বসে থাকার পক্ষপাতী নয় তারা চাইছে ফের ক্ষমতায় ফিরুক নির্বাচিত সরকার