Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

অসমের ভয়াবহ বন্যায় ১৩১টি বন্যপ্রাণীর মৃত্যু, চিকিৎসাধীন বহু প্রাণীর


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৪ পিএম

অসমের ভয়াবহ বন্যায় ১৩১টি বন্যপ্রাণীর মৃত্যু, চিকিৎসাধীন বহু প্রাণীর

গুয়াহাটি, ৮ জুলাই: অসমে ভয়াবহ বন্যার কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানে এ পর্যন্ত অন্তত ১৩১টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ৯৬টি প্রাণীকে উদ্ধার করা হয়েছে। মৃত প্রাণীগুলির মধ্যে ছয়টি গণ্ডার, ১১৭টি হগ হরিণ, যার মধ্যে ৯৮টি পানিতে ডুবে গিয়েছে। দুটি গাড়ির ধাক্কায় এবং ১৭টি পশু চিকিৎসাধীন রয়েছে। দুটি সম্বর, একটি রেসাস ম্যাকাক এবং পার্কে ডুবে যাওয়ার কারণে একটি ভোঁদড় রয়েছে।

জানা গিয়েছে, চিকিৎসার সময় মোট ২৫টি প্রাণী মারা গেছে এবং এর মধ্যে ১৭টি হগ ডিয়ার, একটি করে সোয়াম্প ডিয়ার, রিসাস ম্যাকাক এবং একটি ভোঁদড় ছানা রয়েছে। বন কর্মকর্তারা ৮৫টি হগ হরিণ, দুটি করে গণ্ডার, সম্বর ও স্কোপ পেঁচা এবং একটি করে সোয়াম্প ডিয়ার, ইন্ডিয়ান খরগোশ, রেসাস ম্যাকাক, ভোঁদড়, হাতি এবং একটি জঙ্গল বিড়ালকে উদ্ধার করেছেন। এছাড়াও বর্তমানে ২৫টি প্রাণী চিকিৎসার আওতায় রয়েছে এবং ৫২টি প্রাণীকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বলেছেন, "রাজ্যের বন্যা মানুষ এবং প্রাণীদের একইভাবে প্রভাবিত করেছে। টিম অসম সবাইকে সহায়তা করার জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে"।