Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, সেনাগাড়িকে লক্ষ্য করে জঙ্গি হামলা, শহিদ ৪ জওয়ান, আহত আরও ৪


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৯ পিএম

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, সেনাগাড়িকে লক্ষ্য করে জঙ্গি হামলা, শহিদ ৪ জওয়ান, আহত আরও ৪

 

শ্রীনগর, ৮ জুলাই:  সামনেই জম্মু-কাশ্মীরে ভোট৷ অমরনাথ যাত্রা শেষ হলেই ভোট ঘোষণা করা হতে পারে৷ এরই মধ্যে গত দুদিনে দ্বিতীয় বার জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর সোমবার উপত্যকার কাঠুয়া এলাকায় সেনাগাড়িকে লক্ষ্য করে হামলা চালালো জঙ্গিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে অতর্কিতে গোলাবর্ষণ করে তারা প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় শহিদ হয়েছেন ৪ জওয়ান আহত আরও ৪ পালটা জবাবে দিয়েছে সেনা এই খবর লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে খবর এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনীজঙ্গিদের খোঁজে চলছে চিরুণী তল্লাশি

সেনা সূত্রে খবর, সোমবার দুপুরে আচমকাই জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় জঙ্গিরা হামলা চালায় সেখানকার এক জঙ্গল থেকে সেনা গাড়ি লক্ষ্য করে অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা  হামলার সময় সেনাকর্মীরা রুটিন টহলদারি চালাচ্ছিলেন ওই এলাকায় ছিলেন ভারতীয় সেনার ৯ কোর বাহিনী

সেনা কর্মকর্তা জানান, জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে গুলি চালানোর পরে দুই ৪ সেনা শহিদ ও ৪ সেনা আহত হয়েছেন কাঠুয়া থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে লোহাই মালহারের বদনোটা গ্রামে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে সেনাসূত্রে খবর, এলাকায় শক্তিবৃদ্ধি করতে চাইছে জঙ্গিরা

উল্লেখ্য, শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীর কুলগাম জেলার মদেরগাম গ্রামের ফ্রিসাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশ গ্রামে সেনা এবং পুলিশ আধিকারিকেরা ঢোকার পর শুরু হয় গুলির লড়াই সেই গুলির লড়াইয়ে নিহত হয় চার জঙ্গি তবে জঙ্গিদের গুলিতে দুই সেনাকর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, সুকৌশলে আলমারি তৈরি করে, একটি বাঙ্কারের মধ্যে লুকিয়ে ছিল জঙ্গিরা

অন্য দিকে, শনিবার রাতে মাঞ্জাকোট সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। ক্যাম্প লক্ষ্য করে গুলি চালালে পালটা জবাব দেয় সেনা। একটি বাড়িতে আশ্রয় নেয় জঙ্গিরা। গোটা বাড়িটিকে ঘিরে ফেলে যৌথবাহিনী। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। গভীর রাতে বাড়িটিকে বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেয় সেনা। ওই ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।