Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

’গাজায় গণহত্যা বন্ধ করতে হবে ইসরাইলকে’: এরদোগান


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৩ এএম

’গাজায় গণহত্যা বন্ধ  করতে হবে ইসরাইলকে’: এরদোগান

‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরাইল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরাইলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে’। এরদোগান। 

আঙ্কারা, ৮ জুলাই: অবরুদ্ধ গাজায় চলমান হামলা ও অমানবিক গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার জার্মানি থেকে ফিরতি ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, ‘ইসরাইলের উচিত এই অমানবিক গণহত্যা বন্ধ করা।

এই হামলাগুলো এখনই বন্ধ করা উচিত। এখনও পর্যন্ত ইসরাইল হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরাইলই মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করছে।’ লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসরাইলকে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ত্যাগ করতে হবে।

পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিত এই সময়ে ইসরাইলের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করা।’ গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে উল্লেখ করে এরদোগান বলেন, ‘দোহায় ইতিবাচক উন্নয়ন হয়েছে।

সম্প্রতি ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান গিয়েছিলেন সেখানে। কিন্তু পুরো বিষয়টি নেতানিয়াহুর মনোভাবের ওপর নির্ভর করছে।’ তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা বারংবার বলেছি এই সংঘাতের অবসান ঘটাতে হবে। ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান এ অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করবে।’