Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

১৬ লক্ষ ইউরোয় বিক্রি নেপোলিয়নের পিস্তল


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:২৯ এএম

১৬ লক্ষ ইউরোয় বিক্রি নেপোলিয়নের পিস্তল

প্যারিস, ৮ জুলাই: ফরাসি সামরিক অধিনায়ক (জেনারেল) ও রাজনৈতিক নেতা নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহার করা দু’টি পিস্তল নিলামে ১৬ লক্ষ ৯০ হাজার ইউরোয় বিক্রি হয়েছে যা ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৪৭ লক্ষ টাকারও বেশি। জানা গেছে, এই দু’টি পিস্তলের একটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন। প্যারিসের বন্দুক নির্মাতা প্রতিষ্ঠান লুই-মারিন গসেটের তৈরি এই অস্ত্রগুলো ১২ থেকে ১৫ লক্ষ ইউরোর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্টের বন্দুকগুলো স্বর্ণ ও রূপা দিয়ে মোড়ানো, সঙ্গে রয়েছে তার একটি খোদাই করা ছবি। ১৮১৪ সালের ১২ এপ্রিল রাতে বিদেশি বাহিনীর হাতে ফরাসি সেনাবাহিনীর পরাজয়ের পর নেপোলিয়নকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। আর এরপরই তিনি আত্মহত্যার জন্য এসব পিস্তল ব্যবহার করতে চেয়েছিলেন। নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা জাঁ-পিয়েরে ওসেনাত জানান, এই পিস্তল ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের সঙ্গে 'নেপোলিয়নের জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়' জড়িয়ে আছে। এর আগে ২০১৪ সালে নেপোলিয়নের একটি টুপি ১৮ লক্ষ ৮৪ হাজার ইউরোতে বিক্রি হয়েছিল। দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন।