Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

‘বিশ্বের গণতন্ত্রের স্বাস্থ্য ভালো নেই’ পোপ ফ্রান্সিস


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:৩৪ পিএম

‘বিশ্বের গণতন্ত্রের স্বাস্থ্য ভালো নেই’ পোপ ফ্রান্সিস

ভ্যাটিকান, ৮ জুলাই: বিশ্বের গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে দেশে দেশে পপুলিস্টদের উত্থানের ব্যাপারেও সতর্ক করেছেন তিনি। ১২ দিনের এশিয়া সফর শুরুর আগে অভিবাসীদের সঙ্গে দেখা করতে এবং উন্মুক্ত গণসমাবেশে যোগ দিতে ইতালির উত্তর-পূর্বের ট্রিয়েস্ট ভ্রমণে গিয়েছিলেন পোপ। সেখানে শহরের কনভেনশন হলে আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে গণতন্ত্রের স্বাস্থ্য ভালো নেই।’ কোনও দেশের নাম উল্লেখ না করেই মতাদর্শগত ছলচাতুরি ও জনতুষ্টিবাদের ব্যাপারে সতর্ক করেছেন এই ক্যাথলিক ধর্মগুরু। তিনি বলেন, ’মতাদর্শগুলো প্রলোভনপূর্ণ। কিছু লোক নিজেকে হ্যামলিনের বাঁশিওয়ালার সঙ্গে তুলনা করেন। তারা আপনাকে এমন পথে পরিচালিত করে যেন আপনি নিজেই নিজেকে অস্বীকার করেন।’ ধর্মগুরু হলেও প্রায়ই বিশ্বের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ ফ্রান্সিস। গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে বেশ কয়েকটি দেশের বিশপ জনতুষ্টিবাদ ও জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের উগ্র ডানপন্থার উত্থান হয়েছে আশঙ্কাজনকভাবে। ইতালি, হাঙ্গেরি ও নেদারল্যান্ডসে ক্ষমতা দখল করেছে উগ্র ডানপন্থী দলগুলি।