Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

নিরুদ্দেশ পত্নীর তালাশ করতে গিয়ে অজগরের পেটে স্ত্রীর লাশ খুঁজে পেলেন স্বামী


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:৩৮ পিএম

নিরুদ্দেশ পত্নীর তালাশ করতে গিয়ে অজগরের পেটে স্ত্রীর লাশ খুঁজে পেলেন স্বামী

পুবের কলম,ওয়েবডেস্ক:  'মানুষ খেকো' ! ইন্দোনেশিয়াতে ক্রমশই ভীতির কারণ হয়ে উঠছে অজগরের তাণ্ডব। ফের অজগরের পেট থেকে উদ্ধার মহিলার লাশ। এক মাসে পর পর দু'বার এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  ইন্দোনেশিয়ায়। বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

পুলিশ সূত্রে খবর, সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সি ওই মহিলা  মঙ্গলবার সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। দুপুর গড়িয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজতে শুরু করেন।  স্ত্রীকে খুঁজতে গিয়ে জঙ্গলের ভেতর তার প্যান্ট ও জুতা খুঁজে পায় স্বামী। এর পাশেই তিনি মোটা পেট ওলা অজগর দেখেন। সন্দেহ হতেই রাগে দিগ্বিদিক্‌ শূন্য হয়ে প্রথমে অজগরের মাথায় কোপ মারে মৃতার স্বামী। তারপর পেট চিরে দু'ভাগে ভাগ করে দেয়। সেখানেই উদ্ধার হয় সিরিয়াতির দেহ। গত মাসেই দক্ষিণ সুলাওয়েসিতে অজগরের পেট থেকে এক নারীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাপের পেট থেকে মরদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।  

অজগর সাপে আস্ত মানুষ গিলে ফেলার এ ধরনের ঘটনা খুবই বিরল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। গত বছরও একজন কৃষককে খেয়ে ফেলে একটি সাপ। পরে গ্রামবাসী ফিলে ৮ মিটারের ওই অজগর সাপকে পিটিয়ে মারে। 

২০১৮ সালে ৫৪ বছর বয়সী এক মহিলাকে সাত মিটার লম্বা একটি অজগরের পেটের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা ঘটে দক্ষিণপূর্ব সুলাওয়াসির মুনা টাউনে। এর আগের বছর পশ্চিম সুলাওয়াসির একটি পাম বাগান থেকে একজন কৃষক নিখোঁজ হন। এরপর চার ফুট লম্বা একটি অজগরের পেট থেকে তাকে উদ্ধার করা হয়।