Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: নিট-ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে মেনে নিল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি বৃহস্পতিবার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৬:২৮ পিএম

Breaking: নিট-ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে মেনে নিল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি বৃহস্পতিবার

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: নিট-ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে মেনে নিল সুপ্রিম কোর্ট। দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষা দিতে হবে। কিভাবে প্রশ্নফাঁস হয়েছে তা খতিয়ে দেখতে হবে। সুবিধাভোগীকে খুঁজে বের করতে হবে, এই ব্যাপারে এআইকে কাজে লাগানো যায় কি? প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে  সোমবার এই মন্তব্য করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। 

শীর্ষ আদালত তীব্র তিরস্কার করে বলে, ২০২১-২৩ -এ ৭ জন টপার। এবারে ৬৭ জন টপার হল কিভাবে? প্রশ্নপত্র ফাঁসে কারা ফায়দা তুলেছে? এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? 

পুনরায় নিট চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল, তার প্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া শেষ অস্ত্র। তার আগে নিট-এ যে ব্যাপক অনিয়ম এবং গরমিলের অভিযোগ উঠেছে, তা নিয়ে বুধবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি। 

শীর্ষ আদালত মূলত এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত রিপোর্ট তলব করেছে। প্রধানত তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে। এক, কীভাবে প্রশ্নফাঁস হল? দুই. কোন এলাকায় প্রশ্নফাঁস হয়েছে? তিন, প্রশ্নফাঁস ও পরীক্ষার মাঝের সময়ের ব্যবধান কত?

এদিন আদালতে কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যে প্রশ্নফাঁসের তদন্ত শুরু করেছে সিবিআই। ৬টি এফআইআর হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারীদের হলফনামা জমা করতে হবে।  
মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, ভুল হয়ে থাকলে মানতে হবে। সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁস হয়ে থাকলে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটস অ্যাপে, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্নফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে, কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে তা মেনে নিতে হবে। আগে থেকে কিছু হয়নি এটা বলবেন না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই প্রশ্নফাঁস কতটা বিস্তার করেছে  তা দেখতে হবে।

আদালতের বক্তব্য, "যা হয়েছে সেই সম্পর্কে আমাদের অন্তত নিজেদের অস্বীকার করার জায়গা থেকে সরে আসতে হবে৷ অনুমান করে সরকার পরীক্ষা বাতিল করে না, প্রশ্নপত্র ফাঁসের সুবিধাভোগীদের চিহ্নিত করতে কী করবে ?"